দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হয়ে আদর্শ নাগরিক হওয়ার নির্দেশনা সেনা প্রধানের  দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হয়ে আদর্শ নাগরিক হওয়ার নির্দেশনা সেনা প্রধানের  - ajkerparibartan.com
দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হয়ে আদর্শ নাগরিক হওয়ার নির্দেশনা সেনা প্রধানের 

3:08 pm , November 10, 2023

বরিশাল ক্যাডেট কলেজের সাবেক শিক্ষার্থীদের পূনর্মিলনী অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক ॥ দেশের ক্যাডেট কলেজের উন্নয়ন এবং আধুনিকায়ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরন করেন সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। বরিশাল ক্যাডেট কলেজের সাবেক শিক্ষার্থীদের তিনদিনব্যাপি নবম পূর্নমিলনী অনুষ্ঠানের দ্বিতীয় দিনে কুচকাওয়া শেষে বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের উদ্দেশ্যে এ কথা বলেন তিনি।
এ সময় প্রধান অতিথি সেনা প্রধান “দেশ ও জাতি গঠনে ক্যাডেটদের অবদান উল্লেখ করে বর্তমান এবং প্রাক্তন ক্যাডেটদের সার্বিক সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
এছাড়া ক্যাডেটদের সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হয়ে আদর্শ নাগরিক হিসেবে নিজেদের তৈরী করার নির্দেশনা দেন। বিকেলে বরিশাল ক্যাডেট কলেজ গ্রাউন্ডে ক্যাডেটদের কুচকাওয়াজ রিভিউ শেষে সেনাবাহিনী প্রধান নবম পুনর্মিলনী অনুষ্ঠানের কেক কাটেন।
দ্বিতীয় দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনা সদর ও স্থানীয় উর্ধ্বতন সামরিক কর্মকর্তাগন, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, বরিশাল ক্যাডেট কলেজের প্রাক্তন ও বর্তমান অধ্যক্ষ, উপাধ্যক্ষ, অনুষদ সদস্যগণ।
শনিবার শেষ হবে তিন দিনব্যাপী এ নবম পুনর্মিলনী অনুষ্ঠান। এর আগে সকালে তিনি বরিশাল ক্যাডেট কলেজ পৌছলে তাকে অভ্যর্থনা পরিচালনা পর্যদর সভাপতি, এরিয়া কমান্ডার, অধ্যক্ষ এবং এসোসিয়েশন অব বরিশাল এক্স ক্যাডেট’র  (বেক্সকা) সভাপতি এ্যাড. কাজী মনিরুল হাসান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT