4:01 pm , November 9, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ গত ১৫ এপ্রিল মনোনয়ন বোর্ডের সভায় বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের নাম ঘোষণা করে আওয়ামী লীগ। এরপর বিশাল গাড়ী বহর নিয়ে বরিশাল নগরীতে আসেন আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত। নগরীর সদররোড দলীয় কার্যালয়ের সামনে বিপুল সংবর্ধনা দেওয়া হয় খোকন সেরনিয়াবাতকে। ওই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। তিনি তার বক্তব্যে ওই সময় বলছিলেন আপনারা আবুল খায়ের আবদুল্লাহকে নির্বাচিত করুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের উন্নয়ন বরাদ্দ দিয়ে ভরিয়ে দেবেন। এরপর ১২ জুনের নির্বাচনে আবুল খায়ের আব্দুল্লাহ মেয়র নির্বাচিত হওয়ার পর আজকের পরিবর্তনকে দেওয়া একান্ত সাক্ষাতকারে জাহাঙ্গীর কবির নানক শতভাগ নিশ্চয়তা দিয়ে বলেছিলেন ‘প্রধানমন্ত্রী বরিশালের উন্নয়নে যে উপহার দেবেন তা দেখে আশ্চর্য হবেন নগরবাসী। জাহাঙ্গীর কবির নানক একান্ত সাক্ষাতকারে বলছিলেন বরিশালের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলাদা একটা মমত্ববোধ রয়েছে, অনেক বেশি দুর্বলতা রয়েছে, অনেক বেশি তার দৃষ্টি রয়েছে। তার প্রমান বরিশালবাসী পাবে। আমি দ্ব্যার্থহীনভাবে বলতে পারি বর্তমান সরকারের এই মেয়াদের আর মাত্র কয়েকমাস বাকী। এ সময়ের মধ্যেই বরিশালবাসী জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে যে উপহার পাবে সে উপহারে বরিশালবাসী আশ্চর্যান্বিত হয়ে যাবেন। অবশেষে আশ্চর্য হবার মতই উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বরিশাল নগরীর উন্নয়নে দিয়েছেন প্রায় ৮শ কোটি টাকা।