3:42 pm , November 8, 2023

মুলাদী প্রতিনিধি ॥ মুলাদীতে মাদ্রাসায় হামলা চালিয়ে এক ছাত্রকে আহত করেছে তার সহপাঠী ও বহিরাগতরা। গতকাল বুধবার বেলা ১১টার দিকে চরডিক্রী দারুল উলুম ইসলামিয়া দাখিল মাদ্রাসায় এঘটনা ঘটে। গোপনাঙ্গে সুরসুরি দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে হাতাহাতির পরে বহিরাগত হামলা চালায় বলে অভিযোগ শিক্ষক ও শিক্ষার্থীদের। এসময় মাদ্রাসার শিক্ষক ও স্থানীয়রা একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। মাদ্রাসার সুপার মায়া আক্তার জানান, বুধবার বেলা ১১টার দিকে নবম শ্রেণির শিক্ষার্থী জনি ও নাঈমের মধ্যে হাতাহাতি হয়। ওই সময় জনি লোকজন নিয়ে মাদ্রাসায় ঢুকে নাঈম, নাহিদ, জিহাদকে বেদম মারধর করে। পরে শিক্ষক ও স্থানীয়রা জনিকে আটক করে পুলিশে সোপর্দ করে এবং নাঈমকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে ভর্তি করেন।
মাদ্রাসার সভাপতি পৌর কাউন্সিলর মো. আরিফ হোসেন সরদার বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনায় বহিরাগতদের হামলার বিষয়টি দুঃখজনক। এবিষয়ে মাদ্রাসার সুপার মুলাদী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান বলেন, দুই শিক্ষার্থী অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের অভিভাবক এবং মাদ্রাসার সুপারকে নিয়ে সমন্বয়ের চেষ্টা চলছে।