4:00 pm , November 5, 2023

গৌরনদী প্রতিবেদক ॥ গৌরনদী মাহিলাড়া বাসষ্ট্যান্ডের ব্যবসায়ীকে মারধর ও কুপিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে ইউনিয়ন যুবলীগের নেতাকর্র্মীদের বিরুদ্ধে। গুরুতর আহত বিএনপি নেতা জাকির হোসেনকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাহিলাড়া বাসষ্টান্ডের ব্যবসায়ী ও মাহিলাড়া ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন অভিযোগ করে বলেন, মাহিলাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ রাসেল রারি (৪৫) ও সাংগঠনিক সম্পাদক মোঃ আলীমুজ্জামান খান (৪২) এর নেতৃত্বে ১০/১২ জন স্থানীয় যুবলীগ নেতাকর্মী আমাকে দোকান থেকে বের করে নলচিড়া- মাহিলাড়া সড়কে নিয়ে যায়। সেখানে সেতুর কাছে নিয়ে লোহার রড, জিআই পাইপ ও দেশীয় ধারালেঅ অস্ত্র দিয়ে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত করে মৃত ভেবে ফেলে যায়। একই দিন বাজারের সিকদার স্ব-মিলের মালিক ও বিএনপির সমর্থক মোঃ মনির সিকদার (৪৫) স্ব-মিলে এসে মিলবন্ধ করে দেয়। এ সময় মিল চালু করলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকি দেন যুবলীগ নেতারা। এ সময় স্ব-মিলের কর্মচারী বিএনপির কর্মী শাহ আলম (৪৬ )কে পিটিয়ে আহত করে।
অভিযোগের ব্যাপারে মাহিলাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ রাসেল রারি (৪৫) ও সাংগঠনিক সম্পাদক মোঃ আলীমুজ্জামান খানের (৪২) কাছে জানতে চাইলে তারা বলেন, আমরা মাহিলাড়া ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেনের উপর কোন হামলা করিনি এবং স্ব-মিল বন্ধের কোন ঘটনা ঘটেনি । অভিযোগটি সম্পূর্ন মিথ্যা। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন বলেন, এ ঘটনা সম্পর্কে থানায় কেউ কোন অভিযোগ দেয়নি।