3:32 pm , November 4, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ গতকাল শনিবার ছিলো জাতীয় সমবায় দিবস। দিবসটি নানা আয়োজনের মধ্য দিয়ে সারাদেশের ন্যায় বরিশালের জেলা-উপজেলায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বাবুগঞ্জ উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আয়োজন করা হয় আলোচনা সভার। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরদার খালেদ হোসেন স্বপন। বিশেষ অতিথির বক্তব্য রাখতে গিয়ে খালেদ হোসেন স্বপন এক পর্যায়ে বলেন বাঙালী বেঈমান। এরপরই সভায় বক্তব্য শুরু করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু। তিনি স্বপনের বক্তব্যের সমালোচনা করে বলেন ‘ আপনি (স্বপন) পুরো বাঙালি জাতিকে বেঈমান বলতে পারেন না। হয়তোবা আপনি ভুলক্রমে বলেছেন। একই মঞ্চে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির দুই নেতার বক্তব্য নিয়ে সভায় উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে সভা বয়কট করেন আওয়ামী লীগ নেতারা।
সভায় গোলাম কিবরিয়া টিপু বলেন, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে কেউ বলে বিএনপি আসবে, কেউ বলে আসবেনা। কিন্তু আমি ৯৯ ভাগ নিশ্চিত বিএনপি নির্বাচনে আসবে। তিনি বলেন, ২০০৮ সালের জাতীয় নির্বাচনে বাবুগঞ্জ-মুলাদীতে বিএনপি জামায়াতের কোন সহিংসতা হয়নি। এই সহিংসতা না হওয়ার পেছনে জাতীয় পার্টি কাজ করেছে। পাঠ্য পুস্তক প্রসঙ্গে তিনি বলেন ‘মহানবী হযরত মুহাম্মদ (স:) এর জীবনী উঠিয়ে দিয়ে সেখানে গরুর রচনা দেওয়া হয়েছে। আবার গরুকে মা বানাইছে তাতে আপনাদের মুসলমানিত্ব থাকে ? এছাড়া সমবায় প্রথা বঙ্গবন্ধু করেনি এটা করেছে বিদেশীরা। এমপি গোলাম কিবরিয়া টিপুর এমন বক্তব্যের তাৎক্ষনিক প্রতিবাদ করেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব। তিনি সভা বয়কট করে সভাস্থল ত্যাগ করেন। এ সময় সভামঞ্চে উপস্থিত থাকা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সরদার খালেদ হোসেন স্বপনও সভা বয়কট করে চলে যান।
এ ব্যাপারে উপজেলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব বলেন ‘আসলে এমপির কথাগুলো ছিলো এলোমেলো। তাছাড়া তিনি (টিপু) এতদিন এসব কথা বলেননি। নির্বাচনকে সামনে রেখে কেন তিনি এ ধরণের সরকার বিরোধী বক্তব্য দিচ্ছেন।
জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সরদার খালেদ হোসেন স্বপন বলেন, এমপি গোলাম কিবরিয়া টিপু আওয়ামী লীগের বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছেন তা আমরা কোনভাবেই মেনে নিতে পারিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সরাসরি এ ধরনের বক্তব্য দেওয়া ব্যক্তিকে যেন জোটের পক্ষ থেকে মনোনয়ন না দেওয়া হয়। এ জন্য সাংবাদিকদের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কাছে জোর দাবী জানান।
এদিকে এমপি গোলাম কিবরিয়া টিপুর আওয়ামী লীগ বিরোধী বক্তব্যের প্রতিবাদে শনিবার বিকেলে বর্ধিত সভা ডাকা হয়। বিকেল চারটায় বাবুগঞ্জ ডিগ্রি কলেজে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সরদার খালেদ হোসেন স্বপন। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তারুজ্জামান মিলন। সভায় সর্ব সম্মতিক্রমে নিন্দা প্রস্তাব গৃহীত হয়। সভায় বক্তারা বলেন ‘ গোলাম কিবরিয়া টিপু সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরণের বিদ্বেষমূলক এবং বাংলাদেশ সংবিধান পরিপন্থি উস্কানীমূলক বক্তব্য দিয়েছেন । এছাড়া তিনি আওয়ামী লীগের জাতীয় নেতৃবৃন্দের বক্তব্যের সূত্র ধরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে মানহানিকর বক্তব্য দেন। বর্র্ধিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল, কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য আতিকুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন আজাদ, যুবলীগ সভাপতি মোস্তফা কামাল চিশতী, সাধারণ সম্পাদক মাসুদ করিম লাবু, ১ নং জাহাঙ্গীরনগর ইউনিয়নের চেয়ারম্যান কামরুল আহসান হিমু, দেহেরগতি ইউনিয়নের চেয়ারম্যান মো: মশিউর রহমান, চাঁদপাশা ইউনিয়নের চেয়ারম্যান মো: দেলোয়ার হোসেন রাঢ়ী, কৃষকলীগ সভাপতি মফিজুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান সিকদার, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম বাবুল, আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, কবির হোসেন, হসানুর রহমান খান, আওয়ামী লীগ নেতা মাসুম রেজা, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফাইজুল হক এবং বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক।
এ ব্যাপারে সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু বলেন, আমার বক্তব্যের অপব্যাখ্যা করা হয়েছে। আমি প্রধানমন্ত্রীর প্রশংসা করেছি। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রানিত হয়েই বক্তব্য দিয়েছি। আমার বিরুদ্ধে আওয়ামী লীগ সবসময় দোষ খোঁজে।