বরিশালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু বরিশালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু - ajkerparibartan.com
বরিশালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু

3:31 pm , November 4, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। দুজনের বয়সই ষাটের উর্ধ্বে। এ নিয়ে গত দু দিনের ব্যবধানে ৪ জনের মৃত্যুর ঘটনা ঘটলো। গত ৩ নভেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে দু জনের মৃত্যু হয়। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অফিস থেকে প্রাপ্ত তথ্য থেকে জানা গেছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় কাজল নামের এক বৃদ্ধার। তিনি ভোলা পৌর শহরের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা। তার বয়স হয়েছিলো ৭০ বছর। অন্য দিকে  পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় রুহুল আমিন নামে এক ব্যক্তির। তার বয়স হয়েছিলো ৬০ বছর।  স্বাস্থ্য অফিসের তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারী থেকে এখন পর্যন্ত বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৩৩ হাজার ৫৩৩ জন। এদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি  ফিরেছেন ৩২ হাজার ৬৭৯ জন। বর্তমানে বিভিন্ন সরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৬৯৮ জন। মৃত্যু হয়েছে ১৫৬ জনের। গত ২৪ ঘন্টায় বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ২১৪ জন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT