4:30 pm , November 1, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ হিজলা উপজেলায় অবরোধের পক্ষে মিছিলের পর আটক করা হয়েছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের চার নেতা। মঙ্গলবার দুপুরে উপজেলার কাউরিয়া এলাকায় মিছিলের পর বিকেলে আটক হয় তাদের। গ্রেপ্তারকৃতরা হলেন : হিজলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন খোকন, সাবেক যুগ্ম আহবায়ক গিয়াসউদ্দিন দেওয়ান, বড়জালিয়া ইউনিয়নের যুগ্ম আহবায়ক শাহাবুদ্দিন প্যাদা ও স্বেচ্ছাসেবক দল নেতা জামাল মোল্লা।
হিজলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আসাদুজ্জামান সজল বলেন, দুপুরে কাউরিয়া টেকেরহাট শ্রীপুর এলাকায় অবরোধের সমর্থনে বিএনপির নেতা কর্মীরা মিছিল করে। এরপর থেকে বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। বিকেলে উপজেলার বাসষ্ট্যান্ড থেকে তিন নেতাকে ও একজনকে নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হিজলা থানার ওসি জোবায়ের আহমেদ জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা করা হয়। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।