4:24 pm , November 1, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ আজ বৃহস্পকিবার দিবাগত মধ্যরাতে শেষ হচ্ছে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা। উপকূলীয় জেলাগুলোতে নদী ও সাগরে যাওয়ার জন্য জেলেরা জাল বুনন, ট্রলার মেরামত ও পুরাতন জাল রিপুসহ সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষ্যে নিষেধাজ্ঞা শুরু হয় ৬ অক্টোবর যা আজ মধ্যরাত পর্যন্ত বলবৎ থাকবে। এরপর রাত ১২টা ১ মিনিট থেকে পুনরায় ইলিশ শিকার শুরু হবে। এখন মৌসুম শেষের দিকে পড়লেও গত কয়েক বছর শীতের সময় প্রচুর ইলিশ ধরা পড়ায় জেলেদের আগ্রহ বেড়েছে। বরিশাল বিভাগের মধ্যে ভোলা বরগুনা ও পটুয়াখালী জেলার জেলেরা সমুদ্রে যাওয়ার জন্য ইতিমধ্যে তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে। দ্বীপ জেলা ভোলা সদরের ইলিশা ফেরিঘাট, নাছিরমাঝি, তুলাতুলি, ভোলার খাল, ইলিশা বিশ্বরোডসহ মেঘনা পাড়ের বেশকিছু এলাকায় জেলেরা শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে ব্যস্ত। উৎসবের আমেজ বিরাজ করছে জেলে পল্লীগুলোতে।
কাঙ্খিত ইলিশ ধরা না পড়ায় চলতি মৌসুম ভালো কাটেনি জেলেদের। ২২ দিন পর বৃহস্পতিবার মধ্যরাতে শেষ হচ্ছে সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞা। তাই নিষেধাজ্ঞা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই গভীর সমুদ্রে মাছ শিকারে যাওয়ার জন্য ব্যস্ত সময় পার করছেন বরগুনার জেলেরা। সাগরে কাঙ্খিত মাছের দেখা পেলে নিষেধাজ্ঞাকালীন ক্ষতি পুষিয়ে যাবে বলে দাবি জেলেদের। অন্যদিকে, নিষেধাজ্ঞা শেষ হতে যাওয়ায় স্বস্তি ফিরেছে মৎস্য শ্রমিকদের মধ্যেও। উপকূলীয় জেলা বরগুনার প্রত্যন্ত জেলেপল্লিতে দম ফেলার ফুরসত নেই কারও। সমুদ্রযাত্রার জন্য রোদ-বৃষ্টি মাথায় নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সবাই। পাথরঘাটার কালমেঘার জেলে বশির মিয়া বলেন, ‘পোলাপান লইয়া খুব কষ্টে দিন কাটাইছি। এবার সিজন ভালো যায় নায়। নিষেধ শ্যাষ অইছে এহন আবার সাগরে যামু। আল্লায় যদি মাছ পোনা দুগ্গা দেয় তয় খাইয়া পইড়্যা বাইচ্চা থাকতে পারমু আনে। পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র আবার সরগরম জেলেদের পদচারণায়। ট্রলার, জাল, বরফ বাজার সওদা নিয়ে প্রস্তুত জেলেরা। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, অভাব-অনটনসহ রোগে-শোকে পড়ে হাজার হাজার জেলে এখন বিপর্যস্ত। এই ২২ দিনের নিষেধাজ্ঞার কারণে আরও কঠিন সময় পার করেছে উপকূলের জেলেরা। নিষেধাজ্ঞা শেষে আবারও তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টায় গভীর সমুদ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এদিকে, নিষেধাজ্ঞা শেষ হওয়ার কারণে পাথরঘাটা মৎস্য অবতরণকেন্দ্রে রাজস্ব আদায় বাড়বে। এটি দেশের অর্থনীতিকে গতিশীল করতে ভূমিকা রাখবে বলে জানিয়েছেন পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র-বিএফডিসির বিপণন কর্মকর্তা বিপ্লব কুমার সরকার।