4:23 pm , November 1, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল বিশ^বিদ্যালয়ের (ববি) একজন সহ দুই শিক্ষার্থীকে এক কেজি গাঁজাসহ আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাদের আটক করা হয় বলে বন্দর থানার ওসি আব্দুর রহমান মুকুল জানিয়েছেন। আটককৃতরা হলো-বরিশাল বিশ^বিদ্যালয়ের রসায়ন বিষয়ের ২০১৮-১৯ শিক্ষা বর্ষের শিক্ষার্থী মো. নাহিদ রাফিন (২২) ও নগরীর সিএন্ডবি রোডের বরিশাল ইনষ্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (বিআইআইটি) ছাত্র ওমর ফারুক (১৯)। রাফিন ববির শের-ই-বাংলা হলের ২০০৬ নং কক্ষের আবাসিক ছাত্র ও মাদারীপুরের শিবচর উপজেলার বাজেহার চর দত্তপাড়া এলাকার সরাফউদ্দিন মিয়ার ছেলে এবং ওমর পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার মধ্য ইন্দুরকানী এলাকার জাহাঙ্গীর হাওলাদারের ছেলে। মহানগর পুলিশের বন্দর থানার ওসি মুকুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড চরআইচা গ্রামের এনায়েত পীর খানের বাড়ির সামনে মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে। এ খবরের ভিত্তিতে রাত সাড়ে ৯টায় পুলিশ ওই এলাকায় অভিযান করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় দুইজনকে আটক করা হয়। তখন তাদের সাথে থাকা স্কুল ব্যাগ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এছাড়াও তাদের কাছ থেকে ইয়ামাহা আরওয়ান ফাইভ মডেলের একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
ওসি আরো জানান, এ ঘটনায় পলাতক বিশ^বিদ্যালয়ের ভু-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নুরুজ্জামান ভূঁইয়া রনিসহ তিনজনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। আটক দুইজনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হচ্ছে। পলাতক আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।