ভান্ডারিয়ায় সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় ভান্ডারিয়ায় সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় - ajkerparibartan.com
ভান্ডারিয়ায় সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময়

4:18 pm , October 30, 2023

ভান্ডারিয়া (পিরোজপু) প্রতিনিধি ॥ পিরোজপুরের ভান্ডারিয়ায় সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাধীন সুবিধাভোগীদের নিয়ে মতবিনিময় সভা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা প্রশাসর ও উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ভান্ডারিয়া উপজেলা নির্বাহী আফিসার মোঃ ইয়াছিন আরাফাত রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুরের জেলা প্রশাসাক মোহাম্মদ জাহেদুর রহমান।
এ সময় মুক্তিযোদ্ধা, বয়স্ক, প্রতিবন্ধী, বিধবা ও মাতৃত্বকালীন ভাতাসহ অন্যান্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় থাকা উপকারভোগীদের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক। এসময় উপকারভোগীরা তাদের প্রাপ্ত সুবিধার সুফল, সংকট, সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনা করেন। বিধবা, প্রতিবন্ধী, বয়স্ক ভাতাসহ অন্যান্য সরকারি সুবিধা পেতে যেসব হয়রানি পোহাতে হয় সেসব হয়রানি কীভাবে নির্মূল করা যায় সেসব বিষয়েও আলোচনা করেন তারা।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র ফাইজুর রশিদ খসরু, গৌরীপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুদেব সরকার, সমাজ সেবক মাইদুল ইসলাম প্রমূখ।
সভা শেষে বিশেষ উপকারভোগীদের মাঝে তিনটি সেলাই মেশিন, তিনজন প্রতিবন্ধীর মধ্যে ৮৫ হাজার টাকার ঋনের চেক এবং ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা সামগ্রী বিতরণ করেন অতিথিরা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT