বিসিসির নতুন মেয়রকে বরণে চলছে ব্যাপক প্রস্তুতি ॥ সংস্কার হচ্ছে নগর ভবন বিসিসির নতুন মেয়রকে বরণে চলছে ব্যাপক প্রস্তুতি ॥ সংস্কার হচ্ছে নগর ভবন - ajkerparibartan.com
বিসিসির নতুন মেয়রকে বরণে চলছে ব্যাপক প্রস্তুতি ॥ সংস্কার হচ্ছে নগর ভবন

3:59 pm , October 30, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ আগামী ১৪ নভেম্বর আনুষ্ঠানিকভাবে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) দায়িত্ব গ্রহণ করবেন নতুন মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) ও তাঁর নবনির্বাচিত পরিষদ। নগর ভবনে তাদেরকে বরনে চলছে ব্যাপক প্রস্তুতি। বর্নাঢ্য আয়োজনে মেয়রসহ তাঁর পরিষদের সদস্যদের অভ্যর্থনা অনুষ্ঠানে অংশগ্রহনকারী বিসিসির নারী কর্মীদের একটি তালিকাও ইতোমধ্যে তৈরি করা হয়েছে। বর্তমানে কিছু সংস্কার কাজ চললেও নগর ভবনকে সুন্দর সাজে সজ্জিত করতে প্রস্তুতি এগিয়ে চলছে। নগর ভবনের কর্মকর্তা-কর্মচারীরা জানিয়েছেন, দীর্ঘদিন সংস্কারের অভাবে পুরাতন তিনতলা ভবনটির পেছনের অংশের অনেকগুলো ভিমে ফাটল ধরেছিল, সেই সঙ্গে নিচতলা থেকে তিনতলা পর্যন্ত অনেক জায়গার পলেস্তারা খসে পড়েছিল। ফাটল ধরা ভিমের কাজ চললেও খসে পড়া পলেস্তারার স্থানগুলো সংস্কার করে রং দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। আবার তিনতলার কনফারেন্সরুমও ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছিল তাও সংস্কার করা হচ্ছে। তবে সংস্কার কাজ মূলত করিডোর ও খোলা জায়গাগুলোতে হচ্ছে। নগর ভবনের ছাদে ময়লার স্তুপ পড়ে আছে। কর্মকর্তা-কর্মচারীদের কোনো কক্ষের ভেতরের অংশতে এখনও কাজ শুরু হয়নি। কর্মচারীদের অভিযোগ সাবেক রাষ্ট্রপতি এরশাদের সময়কার নির্মিত ভবনটি প্রয়াত মেয়র শওকত হোসেন হিরনের সময় আধুনিকায়ন করা হয়। পরে আর কোন মেয়র এ ভবন রক্ষায় কোন কার্যকরী উদ্যোগ গ্রহন করেননি। ফলে নগর ভবনটি বর্তমানে ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। বিদায়ী মেয়র নিজে ও তার পরিষদের সদস্যদের ব্যবহারের জন্য এনেক্স ভবন সজ্জিত করলেও নগর ভবনের দিকে তাদের কোন নজর ছিলোনা। গতকাল নগর ভবন ঘুরে দেখা গেছে, কাউন্সিলরদের কক্ষসহ বেশকিছু কক্ষের ভেতরের আসবাবপত্র বাইরে এনে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে।এ বিষয়ে সিটি কর্পোরেশনের প্রশাসনিক শাখার দায়িত্বরতরা বলেন, প্রতিবারই নতুন মেয়র দায়িত্ব নেওয়ার আগে নগর ভবনে কিছুটা সাজসজ্জার কাজ করানো হয়। এরই অংশ হিসেবে এ কাজ চলমান রয়েছে।এ বিষয়ে সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী আবদুল মোতালেব বলেন, গেট মেরামত, রং করাসহ ও ক্ষুদ্র কাজগুলো সিটি করপোরেশনের পক্ষ থেকে করানো হচ্ছে। অর্থাৎ এর অর্থ সিটি কর্পোরেশনই বহন করবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT