3:47 pm , October 29, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে আবাসিক হোটেলে আটকে রেখে গৃহবধূকে পতিতাবৃত্তিতে বাধ্য করায় মানব পাচারের মামলায় চারজনকে তিন বছর করে কারাদ- দিয়েছে আদালত। এছাড়াও প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদ- দেয়া হয়েছে।
রোববার বরিশালের মানব পাচার ট্রাইব্যুনালের বিচারক মো. মঞ্জুর হোসেন এ রায় দেন বলে বিশেষ পিপি কায়উম খান কায়সার জানিয়েছেন। দ-িতরা হলো-বরিশাল সদর উপজেলার টুঙ্গীবাড়ী ইউপির বাড়ৈকান্দি এলাকার সেলিম হাওলাদারের ছেলে ইব্রাহিম হাওলাদার (৩৭), পটুয়াখালীর গলাচিপা উপজেলার মোতাহার হোসেনের ছেলে নেছারউদ্দিন (৩৯), ভোলার চরফ্যাসন উপজেলার মিয়াজানপুর গ্রামের মো. জামালের ছেলে মো. মাসুদ (২৭) ও বরিশাল সদর উপজেলার চরনেহারগঞ্জের সুলতান শরীফের ছেলে রিয়াজ ফরাজী (৩৭)। রায় ঘোষনার সময় দ-িত মাসুদ পলাতক ছিলো বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. তুহিন মোল্লা। মামলার বরাতে বেঞ্চ সহকারী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২০২০ সালের ৬ অগাষ্ট কোতয়ালী মডেল থানার এসআই প্রলয় কান্তি দাসের নেতৃত্বে নগরীর পোর্ট রোড এলাকার আবাসিক “হোটেল খান” এ অভিযান করেন। ওই হোটেলের ৭ নম্বর কক্ষে তালাবদ্ধ অবস্থায় ৩০ বছর বয়সী এক গৃহবধূকে উদ্ধার করেন। ওই গৃহবধূ জানায় চাকুরির প্রলোভনে তাকে হোটেলে এনে আটক রেখে পতিতা বৃত্তিতে বাধ্য করা হয়েছে। এ অভিযোগের ভিত্তিতে হোটেলের ওই চার কর্মচারীকে আটক করে। এ ঘটনায় ওইদিন হোটেলের পাঁচ কর্মচারীকে আসামী করে কোতয়ালী মডেল থানায় মামলা করেন এসআই প্রলয় কান্তি দাস। কোতয়ালী মডেল থানার এসআই আসাদুল ইসলাম ওই বছরের ৩০ সেপ্টেম্বর ৪ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট জমা দেয়। বিচারক ১১ জনের স্বাক্ষ্য গ্রহন শেষে রায় দিয়েছে। বেঞ্চ সহকারী আরো জানান, সাজা পরোয়ানায় তিন আসামীকে জেলে পাঠানো হয়েছে। পলাতক আসামীর বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারির আদেশ দিয়েছেন বিচারক।