3:46 pm , October 29, 2023
বিশেষ প্রতিবেদক ॥ বরিশালে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের বড় ধরনের প্রভাব না পড়লেও যানবাহন চলাচল যথেষ্ট কম ছিল। সকাল ৯টা পর্যন্ত বরিশাল মহানগরীর রাস্তাঘাটে স্বাভাবিকের কম যানবাহন চলাচল লক্ষ্য করা গেছে। তবে বেলা বাড়ার সাথে পরিস্থিতি অনেকটাই পরিবর্তন ঘটে। দিনভরই নগরীর রাস্তাঘাটে সাধারন মানুষের চলাচল অনেকটাই সীমিত ছিল। এ কারণে অন্যসব দিনগুলোর মত বরিশাল মহানগরী সহ দক্ষিনাঞ্চলের শহরগুলোতে প্রাণ চাঞ্চল্য ছিল কম। পুলিশ যথেষ্ট সতর্ক অবস্থানে ছিল। পুলিশ কমিশনার সাইফুল ইসলাম নিজেও সরেজমিনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষনে মাঠে ছিলেন। অপরদিকে বরিশালÑফরিদপুর-ঢাকা, বরিশালÑপিরোজপুর-খুলনা, বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর-চট্টগ্রাম ও বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা জাতীয় মহাসড়কগুলোতে বেলা বাড়ার সাথে যানবাহনের সংখ্যা কিছুটা লক্ষ্য করা গেলেও দুপুরের পরে তা আবার কমে যায়। দক্ষিণাঞ্চলের সবচেয়ে গুরত্বপূর্ণ বরিশাল-ফরিদপুর-ঢাকা জাতীয় মহাসড়কে হাতেগোনা যানবাহন চলাচল করায় এ মহাসড়ক সহ দক্ষিণাঞ্চলের সবগুলো সড়কের সেতুর টোলপ্লাজা গুলোর লোকজন অনেকটাই অখন্ড সময় পাড় করেছেন। বরিশাল সহ দক্ষিণাঞ্চলের প্রায় ২৫টি ফেরি পয়েন্টে দিনের বেশীরভাগ সময়ই গাড়ীর অপেক্ষায় ফেরি বসে ছিল। এমনকি এ অঞ্চলের অন্যান্য আঞ্চলিক ও জেলা সংযোগ সড়কগুলোতেও যানবাহন চলাচল স্বাভাবিকের কম ছিল। নদ-নদী নির্ভর দক্ষিণাঞ্চলের নৌ পথেও লঞ্চ চলাচল অনেকটাই সীমিত ছিল। তবে রোববার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর নিয়মিত ফ্লাইট ঢাকা থেকে বরিশাল বিমান বন্দরে অবতরণ করে নির্ধারিত সময়ে ফিরে গেছে বলে বিমান এর জেলা ব্যবস্থাপক জানিয়েছেন।
মহাসমাবেশে যোগ দিতে ঢাকায় যাওয়া বেশীরভাগ নেতাকর্মী ফিরে আসতে না পারায় বরিশাল মহানগরী সহ এ অঞ্চলে কোন নগর মহানগরেই বিএনপি ও অঙ্গ সংগঠনের কোন পিকেটিং লক্ষ্য করা যায়নি। বরিশাল মহানগরী সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন শহরে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের সতর্ক অবস্থান সহ মোটরসাইকেল মহড়া জনমনে কিছুটা ভীতি সৃষ্টি করলেও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।