3:45 pm , October 29, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ রোববার দুপুরে নব নির্বাচিত সিটি মেয়র খোকন সেরনিয়াবাতের পক্ষ থেকে নগরী ও সদর উপজেলার মন্দিরে অনুদান বিতরন করা হয়। বরিশাল নগরীর রামকৃষ্ণ মঠ ও মিশনে এ বিতরন অনুষ্ঠানে অতিথি পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অব. জাহিদ ফারুক শামীম এমপি বলেন, আমি নির্বাচনের সময় বলেছিলাম বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজকে একটি আধুনিক মেডিকেল কলেজে রুপান্তরিত করবো। কিন্তু আমার দুর্ভাগ্য সেটা আমি পারিনি। কেন পারিনি, সেটা আপনাদের জানা উচিত এবং সবাইকে বলা উচিত। নিয়মানুযায়ী সংসদীয় এলাকায় যে মেডিকেল কলেজ থাকে, সেটার সভাপতি হয় সেই আসনের এমপি। সেই অনুযায়ী আমার সভাপতি হওয়ার কথা কিন্তু দুর্ভাগ্যবশত তা হয়নি। প্রতিমন্ত্রী বলেন, আমার ইচ্ছে ছিলো শের ই বাংলা মেডিক্যাল কলেজকে আধুনিক মেডিকেল কলেজে রুপান্তর করার। শের ই বাংলা মেডিক্যাল কলেজের চেহারা পাল্টে দিতাম, এটা আমার স্বপ্ন ছিলো। কিন্তু আমি সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারিনি। কিন্তু আমি কথা দিতে পারি, আগামী সংসদ নির্বাচনে যদি নির্বাচিত হতে পারি প্রথমেই বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজের উন্নয়ন করবো। যা পুরো বিভাগের মধ্যে একটি সুন্দর ও দেশের মধ্যে মডেল হসপিটাল হিসেবে তৈরি করবো এটা আমার প্রতিজ্ঞা থাকলো।
অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত।
পানি সম্পদ প্রতিমন্ত্রীর এ বক্তব্যের সময় নব নির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত হাতি তালি দিয়ে সাধুবাদ জানিয়েছেন।
নির্বাচন প্রসঙ্গ নিয়ে প্রতিমন্ত্রী বলেন, জানুয়ারির প্রথম সপ্তাহে যে নির্বাচন আসছে, এটা আমাদের বাংলাদেশের স্থিতির জন্য খুবই প্রয়োজনীয় ও জরুরী একটা নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে বোঝা যাবে বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ হবে নাকি সাম্প্রদায়িক দেশ হবে। যদি আওয়ামীলীগ ক্ষমতায় আসে তাহলে অসাম্প্রদায়িক দেশ হবে, আর অন্যরা আসলে সাম্প্রদায়িক দেশ হবে, এটা আপনাদের বুঝতে হবে।
জাহিদ ফারুক শামীম এমপি বলেন, যারা শান্তিকামী মানুষ, যারা দেশের উন্নয়ন চায়, পরিবার-পরিজন নিয়ে দেশে শান্তিতে বসবাস করতে চায় তাদের জন্য একটি পরীক্ষা আগামী জাতীয় সংসদ নির্বাচন। এই পরীক্ষায় উত্তীর্ন হতে হলে আমাদের সবাইকে একসাথে মিলে কাজ করতে হবে।
এ সময় তিনি বলেন, ২০১৮ সালে আপনারা আমাকে নির্বাচিত করেছেন। দুঃখের বিষয় আমি নির্বাচিত হওয়ার পর দুই বছর করোনা, আর এখন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ। তারপরও আমি চেষ্টা করেছি বরিশাল সদর উপজেলার উন্নয়ন করতে। কিন্তু আমার দুর্ভাগ্য বরিশাল সিটি করপোরেশনের উন্নয়ন করতে পারিনি। সাধারণত সিটি করপোরেশনের উন্নয়নের দায়িত্ব মেয়রের, সংসদ সদস্য সহযোগিতা করে। এক্ষেত্রে মেয়র মহোদয় সহযোগিতা না চাইলে সংসদ সদস্যরা সেভাবে কিছু করতে পারে না।
নবনির্বাচিত মেয়র খোকন সেরনিয়াবাত নির্বাচিত হয়ে শপথ নিয়েছেন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সাধারণভাবে এরপরে পূরাতন মেয়রের কোন কার্যক্রম থাকার কথা না, কিন্তু তারা এখন নতুন লোক নিচ্ছে এবং নতুন করে বেতন বাড়িয়ে দিচ্ছে।
নবনির্বাচিত মেয়রকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, খোকন সেরনিয়াবাত যাতে ঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারে, অর্থনৈতিক কষ্টের মধ্যে থাকে এরকম অনেক ধরণের ষড়যন্ত্র হচ্ছে। এতে মুষ্টিমেয় কিছু লোক জড়িত। এরা হলো সমাজের বিকৃত লোক। যারা চাদাবাজি করে যারা সন্ত্রাসবাদি করে যারা মাদকের ব্যবসা করে এ ধরণের লোকরাই এসব চিন্তা করেন। আর মাত্র ১৬ দিন ধৈর্য্য করেন। খোকন সেরনিয়বাত মেয়রের চেয়ারে আসিন হোক, আমরা বরিশালকে সুন্দর শহরে রুপান্তরিত করবো। আপনারা বরিশালবাসী গর্ববোধ করতে পারবেন।অনুষ্ঠানে বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ দেবনাথ, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য এ্যাড. বলরাম পোদ্দার, রামকৃষ্ণ মঠ ও মিশনের সভাপতি রাখাল চন্দ্র দে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নগরীর ৪৫ টি মন্দিরে সাড়ে ৪ লাখ ও সদর উপজেলার ২৫ টি মন্দিরে ৭৫ হাজার টাকা অনুদান বিতরন করা হয়।