মুলাদী-বাবুগঞ্জের উন্নয়নে আজীবন কাজ করে যাব : এমপি টিপু মুলাদী-বাবুগঞ্জের উন্নয়নে আজীবন কাজ করে যাব : এমপি টিপু - ajkerparibartan.com
মুলাদী-বাবুগঞ্জের উন্নয়নে আজীবন কাজ করে যাব : এমপি টিপু

3:18 pm , October 28, 2023

মুলাদী প্রতিনিধি ॥ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল-৩ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া টিপু বলেছেন, মুলাদী ও বাবুগঞ্জ উপজেলার উন্নয়নে আজীবন কাজ করে যাব। তিনি গতকাল শনিবার বেলা ১১টায় মুলাদী সদর ইউনিয়নের চরলক্ষ্মীপুর বোর্র্ড মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন জাপার কর্মীসভায় একথা বলেন। তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশে অনেক উন্নয়ন করেছে। মুলাদী-বাবুগঞ্জে অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে। নদী ভাঙ্গন রক্ষায় ৩১টি প্রকল্পের কাজ বাস্তবায়ন হয়েছে।  অনেক রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট করা হয়েছে। আগামী দিনেও উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে। কর্মীসভায় সভাপতিত্ব করেন মুলাদী ইউনিয়ন জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বেপারী। মুলাদী সরকারি কলেজের প্রভাষক ও জাপা নেতা জসিম উদ্দীনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ খান, যুগ্ম আহ্বায়ক সেলিম আহমেদ চৌকিদার, জানে আলম দুলাল চৌধুরী, আব্দুল মালেক সিকদার, পৌর জাতীয় পার্টির আহ্বায়ক অধ্যক্ষ কবির হোসেন খান, সদস্য অ্যাডভোকেট মাহমুদ হোসেন টিপু, উপজেলা সৈনিক পার্টির সভাপতি আব্দুর রশিদ হাওলাদার, উপজেলা যুব সংহতির আহ্বায়ক আলাউদ্দীন মল্লিক, সদস্য সচিব আসাদুজ্জামান বাবু মাতুব্বর প্রমুখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT