3:16 pm , October 28, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত এর বিসিসির দায়িত্ব গ্রহণ উপলক্ষে বনার্ঢ্য অনুষ্ঠান বাস্তবায়ন করার লক্ষ্যে মহানগর যুবলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। শনিবার (২৮শে অক্টোবর) সকাল ১১টায় শিক্ষক ভবনের হল রুমে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামুল ইসলাম নিজাম। অনুষ্ঠানে প্রধান বক্তা মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক এ্যাড.এ এম মেজবা উদ্দিন জুয়েল। বিশেষ অতিথি ছিলেন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহিন সিকদার। সে-সময় উপস্থিত মহানগর যুবলীগের নেতাকর্মী ও ৩০টি ওয়ার্ডের সভাপতি / সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দরা। অনুষ্ঠানে সঞ্চালনা করেন মহানগর যুবলীগের দপ্তর সম্পাদক সৈয়দ মেহেদি হাসান রোমান।