নগরীতে ব্যাংক থেকে টাকা নিয়ে উধাও প্রতারক নগরীতে ব্যাংক থেকে টাকা নিয়ে উধাও প্রতারক - ajkerparibartan.com
নগরীতে ব্যাংক থেকে টাকা নিয়ে উধাও প্রতারক

3:53 pm , October 26, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে অগ্রনী ব্যাংকের কাউন্টারে রাখা এক গ্রাহকের অর্ধ লাখ টাকা নিয়ে গেছে মাস্ক পরিহিত এক ব্যক্তি। বৃহস্পতিবার দুপুরে নগরীর নাজিরের পোল এলাকায় অগ্রনী ব্যাংকের সদর রোড শাখায় এ ঘটনা ঘটে।
ব্যাংকের শাখা প্রধান উত্তম কুমার বিশ্বাস জানান, এক অটোরিকশা গ্যারেজ মালিক বিদ্যুৎ বিল বাবদ ৯৪ হাজার টাকা নিয়ে ব্যাংকে আসেন।  ৫০ হাজার টাকার একটি বান্ডিল কাউন্টারে রেখে পাশে কলম আনতে যায়। এ সময় মাস্ক পরিহিত এক ব্যক্তি টাকা নিয়ে চলে গেছে। ব্যাংকের শাখা প্রধান উত্তম কুমার বিশ্বাসের দাবি গ্রাহকের অসর্তকতা ও  ভুলের কারনে এ ঘটনা ঘটেছে। এখানে ব্যাংকের কোন অবহেলা নেই।
এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় সাধারন ডায়েরী করেছেন ভুক্তভোগী গ্রাহক।
কোতয়ালী মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, ঘটনার সময়ের ভিডিও ফুটেজ দেখা হয়েছে। লোকটি মাস্ক পরিহিত ছিলো। তাকে চিহিৃত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গ্রাহক রাজু হাওলাদার জানান, তিনি কাউনিয়া প্রধান সড়ক আমিনবাড়ি এলাকার আব্দুল মান্নান হাওলাদারের বিদ্যুৎ বিলের ৯৪ হাজার ৫৭৯ টাকা জমা দেয়ার জন্য ব্যাংকে যান। ব্যাংকের ভেতরেই টাকা জমাদানের কাউন্টারের সামনে গিয়ে তিনি টাকার হিসাব মিলিয়ে লেখালেখির কাজ সারছিলেন।  ওই সময় তিনি পঞ্চাশ হাজার টাকার নোটের একটি বান্ডিল ডেস্কের সামনে রেখে বাকি টাকার হিসেব মিলিয়ে বিলের কাগজটা নিয়ে কিছুটা পাশে আসেন। তখন  মাস্ক পরিহিত একটি লোক ৫০ হাজার টাকার বান্ডিলটি নিয়ে গেট থেকে বের হয়ে যায়। তিনি বলেন, তাৎক্ষনিক বিষয়টি তিনি টের পেয়ে পিছু নিতে গিয়েও আর খুঁজে পাননি ওই ব্যক্তিকে।  আর ব্যাংকের গেটে কোন দারোয়ান না থাকায় ওই ব্যক্তিটি অনায়াসেই পালিয়ে যায়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT