3:52 pm , October 26, 2023
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর অন্তর্গত সকল কাউন্সিলর ও মহিলা কাউন্সিলরদের সাংগঠনিক কর্মকান্ডকে গতিশীল করার লক্ষে ও বিএনপি জামাতের অপ-রাজনীতি জ্বালাও পোড়াও জনজীবনের ক্ষতি সাধনমূলক কর্মকান্ডকে প্রতিহত করার জন্য বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে নীতি নির্ধারনী ও দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সম্বয়কারী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাড বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির নানক। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক শেখ বজলুর রহমান ও এস এম মান্নান কচি।সভায় সভাপতিত্ত্ব করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম । নানক কমিশনারদের জনপ্রতিনিধি হিসেবে ঢাকা নগরবাসীর জানমাল এর নিরাপত্তা রক্ষায় আগামী ২৮ তারিখে তীব্র প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান এবং তিনি আরো বলেন, সন্ত্রাস ও জঙ্গী কর্মকান্ড প্রতিরোধের লক্ষে যা যা করণীয় তার সকল ব্যবস্থা গ্রহন করতে হবে, যাতে তারা ঢাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। ছবি: পরিবর্তন