3:26 pm , October 25, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে অবস্থিত বেসরকারী গ্লোবাল বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মত ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ড. আনিসুজ্জামানকে। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমোদনক্রমে বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এর ধারা ৩১(১) অনুযায়ী বেশ কিছু শর্তে তাকে নিয়োগ দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ড. মো: ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানাগেছে। ভাইস চ্যান্সেলর পদে ড. আনিসুজ্জামানের মেয়াদ হবে চার বছর। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যেকোন সময় নিয়োগ বাতিল করতে পারবেন। অধ্যাপক ড. আনিসুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭২ সালে দর্শনে অনার্স এবং ১৯৭৩ সালে মাস্টার্স করেন। ১৯৮১ সালে এম.ফিল করার পর তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়েলস থেকে দার্শনিক নৃতত্ত্বের উপর ১৯৮৮ সালে পি.এইচ.ডি ডিগ্রি অর্জন করেন।
তিনি ১৯৯৪ সালে তুলনামূলক ধর্মতত্ত্বের উপর যুক্তরাষ্ট্রের অ্যান্ডরুজ বিশ্ববিদ্যালয়ে পোস্ট ডক্টরেট পর্যায়ে গবেষণা করেন। ১৯৯৭-৯৮ সেশনে পুনরায় লন্ডন বিশ্ববিদ্যালয়ের কিংস কলেজে তুলনামূলক ধর্ম ও দার্শনিক নৃতত্ত্বের উপর ডক্টরেট-পরবর্তী গবেষণা সম্পন্ন করেন।
প্রাচ্য ও পাশ্চাত্য দর্শনের বিভিন্ন শাখা, তুলনামূলক ধর্মতত্ত্ব, বাংলাদেশের সমাজ, সামাজিক অবস্থা, তরুণ প্রজন্ম, ফকির লালন সাঁইর জীবন দর্শন সহ সামাজিক ও মানবিক বিদ্যার বিভিন্ন শাখায় তিনি অনেক কাজ করেছেন। তিনি বেশ কয়েকটি গ্রন্থের অনুবাদক, সম্পাদক ও অসংখ্য গবেষণামূলক প্রবন্ধের লেখক। ড. আনিসুজ্জামান বেশ কয়েকটি গবেষণা পত্রের সম্পাদক। ভারতের সর্বোচ্চ ধর্মীয় উপাধি ‘নিম্বার্ক রতœ’ লাভ করেছেন তিনি।