3:56 pm , October 24, 2023

বানারীপাড়া প্রতিবেদক ॥ বানারীপাড়ায় দূর্গাপুজা মন্ডপ পরিদর্শন করেছে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়রাম্যান গোলাম ফারুক ও সাধারন সম্পাদক এ্যাড. মাওলাদ হোসেন সানার নেতৃত্বে মন্ডপ পরিদর্শণ করেন নেতৃবৃন্দ। তারা তিন শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে বানারীপাড়া ও উজিরপুর এলাকার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। তাদের সাথে যুক্ত হয় আওয়ামী লীগের আন্তর্জাতিক উপ-কমিটির সদস্য শেরে বাংলার দৌহিত্র এ কে ফাইয়াজুল হক রাজু। এ সময় উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আক্তার হোসেন মোল্লা, সহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল ঘরামী, দপ্তর সম্পাদক ও প্যানেল মেয়র অধ্যাপক ইমাম হোসেন,সহ দপ্তর সম্পাদক আলমগীর মাস্টার,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ রুহুল আমিন মাস্টার,কোষাধ্যক্ষ ও বিশারকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্ত, কৃষি বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক শাহাদাৎ হোসেন রানা, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য বিশিষ্ট সমাজসেবক জনাব আব্দুল হাই, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও শ্রমিক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোঃ শাহজাহান হাওলাদার, সদস্য ও সৈয়দকাঠী ইউপি’র সাবেক চেয়ারম্যান মান্নান মৃধা, সদস্য ও উদয়কাঠী ইউপি’র সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য জুয়েল আকন, জুয়েল ফকির, মাহতাব ফকির, বানারীপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি কামাল হোসেন মোল্লা, বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান পারভেজ, ইলুহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সোহেল,বহরে অন্যান্যদের মধ্যে উপস্থিত উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও যুবলীগ নেতা মু.মুনতাকিম লস্কর কায়েস,উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ সুলতান হোসেন মীর, বানারীপাড়া পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শফিক শাহিন ও সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন,উপজেলা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি আবুল বাশার বাদশা ও সাধারণ সম্পাদক মোঃ এনায়েত মোল্লা,বানারীপাড়া পৌরসভা ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ সুমন খান, ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।