3:51 pm , October 24, 2023

হিজলা প্রতিনিধি ॥ বরিশালের হিজলা উপজেলার সংবাদকর্মীরা মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে জরুরী সভা করেছে।
মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রেসক্লাবের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সকল সংবাদ কর্মীরা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এম এম পারভেজের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরেন। এ সময় তারা বলেন এই অসৎ কর্মকর্তার বিরুদ্ধে একাধিকবার বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। তবু তিনি তার অপকর্ম থেকে বিরত থাকেনি। গত রবিবার অভিযান চালিয়ে মৎস্য কর্মকর্তা কিছু মাছ আটক করে নিয়ে আসে। সেখানে তার অফিসের কর্মচারী বারেক মোল্লা, হানিফ, আরিফ, রুহুল আমিন সহ পছন্দের লোকদের মধ্যে বিতরণ করেন। এ সময় তার অফিসের কর্মচারীদের ছবি তুললে তারা বাধা প্রদান করে। তখন পাশেই থাকা হিজলা প্রেসক্লাবের মধ্যে ঢুকে সংবাদকর্মীদের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
এ ঘটনাকে ভিন্নখাতে প্রভাবিত করতে উপজেলা মৎস্য কর্মকর্তা সিনিয়র কয়েকজন সাংবাদিকদের নামে থানায় জিডি করেন।