কৃষি মার্কেটের জলাবদ্ধতা নিয়ে মেয়রের কাছে অভিযোগ জানালেন নানক কৃষি মার্কেটের জলাবদ্ধতা নিয়ে মেয়রের কাছে অভিযোগ জানালেন নানক - ajkerparibartan.com
কৃষি মার্কেটের জলাবদ্ধতা নিয়ে মেয়রের কাছে অভিযোগ জানালেন নানক

4:03 pm , October 23, 2023

পরিবর্তন ডেস্ক ॥ আগুনে পুড়ে যাওয়া মোহাম্মদপুরের কৃষি মার্কেটের জলাবদ্ধতার বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের কাছে অভিযোগ জানিয়ে দ্রুত সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। সোমবার (২৩ অক্টোবর) রাজধানীর মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার সময় মেয়রের কাছে এ অভিযোগ জানান নানক। এর আগে তিনি অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত মোহাম্মদপুরের কৃষি মার্কেট পরিদর্শন করেন। জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘সামান্য বৃষ্টি হলেই এই কৃষি মার্কেটের সামনে রাস্তায় পানি জমার আগেই মার্কেটের ভেতরে এক হাঁটুপানি জমে যায়। জলাবদ্ধতায় মার্কেটের দোকানের চালসহ অন্যান্য সব মালামাল নষ্ট হয়ে যায়। তাই আমি অনুরোধ করব, ব্যবসায়ীদের ক্ষতি থেকে মুক্তি দিতে মেয়র আপনি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন।’ এ সময় বৈঠকে উপস্থিত মার্কেটের দোকানমালিক, ব্যবসায়ী, কর্মচারী সকলে করতালির মাধ্যমে জাহাঙ্গীর কবির নানকের দাবির প্রতি সমর্থন জানান। সেই সঙ্গে দাবি আদায়ে সবাই একসঙ্গে স্লোগান দিতে থাকেন। পরে মেয়র আতিকুল ইসলাম ৭ দিনের মধ্যে এই সমস্যার সমাধানের ঘোষণা দেন। আতিকুল ইসলাম ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তার প্রতি নির্দেশনা দিয়ে বলেন, ‘আগামী ৭ দিনের মধ্যে আপনি নিজে উদ্যোগ নিয়ে এই সমস্যার সমাধান করবেন। এরপর আমাকে ছবি পাঠিয়ে কাজটা যে করা হয়েছে, তা নিশ্চিত করবেন। সাত দিনের এক দিনও যেন বেশি না লাগে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ না করতে পারলে আপনারা (ব্যবসায়ীরা) আমাকে ছবি পাঠিয়ে জানিয়ে দেবেন, আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’ ব্যবসায়ীদের উদ্দেশে মেয়র আতিক আরও বলেন, ‘আপনারা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন সেজন্য আমরা সবার সঙ্গে আলোচনা করে ৩০ অক্টোবর থেকে কৃষি মার্কেট নতুন করে অস্থায়ী ভিত্তিতে নির্মাণকাজ শুরু করব। এরপর যার যেখানে দোকান ছিল, যতটুকু জায়গা ছিল, সে অনুযায়ী আপনারা দোকান বরাদ্দ পাবেন। আপাতত আপনাদের ব্যবসা যেন বন্ধ না থাকে, আপনারা যেন ক্ষতিগ্রস্ত না হন, সেজন্যই আমাদের এই সিদ্ধান্ত। তবে আমরা পরে এখানে পরিকল্পিত বহুতল ভবন মার্কেট নির্মাণ করব। তখন মার্কেটে নির্মাণের জন্য জায়গা ছেড়ে দিতে হবে। নতুন বহুতল মার্কেট নির্মাণ হওয়ার পর আপনারা অবশ্যই এখানে দোকান বরাদ্দ পাবেন। এটি নিয়ে কোনো দুশ্চিন্তা নেই।’ ডিএনসিসির ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সলিমুল্লাহ সলুর সভাপতিত্বে ক্ষতিগ্রস্ত মার্কেট কমিটির সদস্য, ব্যবসায়ীরা ছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য সাদেক খান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজাসহ অনেকে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT