আড়িয়াল খাঁ ও জয়ন্তী নদীতে ইলিশ শিকারের মহোৎসব আড়িয়াল খাঁ ও জয়ন্তী নদীতে ইলিশ শিকারের মহোৎসব - ajkerparibartan.com
আড়িয়াল খাঁ ও জয়ন্তী নদীতে ইলিশ শিকারের মহোৎসব

3:27 pm , October 22, 2023

মুলাদী প্রতিবেদক ॥ মুলাদীতে নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা ইলিশ শিকার করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার জয়ন্তী ও আড়িয়াল খাঁ নদীতে অন্যান্য সময়ের চেয়ে জেলেদের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে। গতকাল রোববার প্রশাসন ও নৌ-পুলিশের অভিযান উপেক্ষা করে জয়ন্তী নদীর সফিপুর খেয়াঘাট এলাকায় জেলেরা শতাধিক নৌকা নিয়ে ইলিশ শিকার করেছেন বলে জানান স্থানীয়রা। জেলেদের ইলিশ ধরা দেখতে নদীর দুই পাড়ে শত শত মানুষ ভীড় করছেন। বাজারে মাছ কেনাবেচা না হওয়ায় অনেকেই নদীর পাড় থেকে মাছ কিনছেন। উপজেলার আড়িয়াল খাঁ ও জয়ন্তী নদীর প্রায় ৬৫ কিলোমিটারে  ১৭ ইঞ্জিনচালিত নৌকা ও ৩টি স্পিডবোট নিয়ে অভিযান চালাচ্ছে প্রশাসন। কিন্তু অভিযানের ফাঁকেই কয়েকশ নৌকা নিয়ে ইলিশ শিকার করছেন জেলেরা। পুলিশের উপস্থিতি টের পেলেই ইঞ্জিনচালিত দ্রুতগতির নৌকা ‘ফাইটার’ নিয়ে জেলেরা পালিয়ে যাচ্ছে। উপজেলার সফিপুর গ্রামের মান্নান সিকদার জানান, জয়ন্তী নদীর সফিপুর খেয়াঘাট এলাকায় প্রতিদিনই শতাধিক নৌকা নিয়ে জেলেরা ইলিশ শিকার করছেন। ইলিশ শিকারে নিষেধাজ্ঞার পর থেকে হাট-বাজারে অন্যান্য মাছও পাওয়া যাচ্ছে না। কিছু জেলে রাতের আধারে হাট বসিয়ে ইলিশ বিক্রি করেন। তবে বেশিরভাগ মাছ নদীর পাড় থেকেই বিক্রি হয়ে যায়। এছাড়া নদীতে প্রশাসন ও পুলিশের অভিযানের সময় জেলেরা ছোটাছুটি করে। সাধারণ মানুষ প্রশাসনের অভিযান দেখতে ও কম দামে মাছ কেনার আশায় নদীর পাড়ে ভিড় করে থাকেন। সফিপুর ইউনিয়নের দক্ষিণ বালিয়াতলী গ্রামের আবুল কালাম বলেন, ইলিশ ধরায় নিষেজ্ঞার পর থেকে নদীতে জেলে নৌকার সংখ্যা বেড়ে গেছে। যারা কৃষি কাজ করেন তারাও নদীতে মাছ ধরতে নামছেন। কেউ কেউ চাকরি থেকে ছুটি নিয়ে এসেছেন ইলিশ শিকার করতে। এব্যাপারে মুলাদী উপজেলা মৎস্য কর্মকর্তা এ.এফ.এম নাজমুস সালেহীন বলেন, জেল-জরিমানা দিয়েও জেলেদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। নদীতে অভিযান চালানোর সহযোগিতার জন্য জেলা মৎস্য কর্মকর্তার সহায়তা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিজাম উদ্দীন বলেন, নিষেধাজ্ঞার মধ্যে ইলিশ শিকার বন্ধে অতিরিক্ত পুলিশ ও কোষ্টগার্ড মোতায়েনের চেষ্টা চলছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT