3:25 pm , October 22, 2023
সংরক্ষিত ইউপি সদস্য’র ধুমপানের ভিডিও প্রচার
নিজস্ব প্রতিবেদক ॥ বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নে সংরক্ষিত সদস্যর ধুমপানের ছবি প্রচার করায় সাইবার আইনে মামলা হয়েছে। রোববার বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন সংরক্ষিত ইউপি সদস্য ফাতেমা আক্তার লিপি। মামলায় ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সাধারন সদস্যসহ এক সাংবাদিককে বিবাদী করা হয়েছে। সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম ফারুক নালিশী অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার জন্য এয়ারপোর্ট থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
বিবাদীরা হলো-ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মাহবুবুর রহমান সিকদার ও বাংলাদেশ বুলেটিন পত্রিকার বরিশাল প্রতিনিধি খান মাইনুদ্দিন।
নালিশীর বরাতে বেঞ্চ সহকারী নাজমুল হাসান জানান, ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মাহবুবুর রহমান সিকদার সরকারী বরাদ্দের অর্থ, চাল ও গম কালোবাজারে বিক্রি এবং আত্মসাত করে। এর প্রতিবাদ করাসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দেয় সংরক্ষিত সদস্য লিপি। এতে ইউপি সদস্য ক্ষুদ্ধ হয়ে মান সম্মান, ইজ্জত নষ্ট করার উদ্দেশ্যে ফেসবুক ও অনলাইন মিডিয়ায় অশালীন ছবি এবং মিথ্যা ধুমপানের ভিডিও ভাইরাল করে। সে মাদকাসক্ত ও ইউনিয়ন পরিষদে প্রকাশ্যে ধুমপান করে বলে প্রচার করে। তার বিরুদ্ধে অপ প্রচার করে সাইবার অপরাধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছে।