জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন - ajkerparibartan.com
জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

3:24 pm , October 22, 2023

খবর বিজ্ঞপ্তির ॥ জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। রোববার জেলা প্রশাসন ও বিআরটিএর উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি এই স্লোগান নিয়ে সার্কিট হাউস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনদীপ ঘরাই। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বিপিএম, সওজ সড়ক বিভাগের প্রধান নির্বাহী প্রকৌশলী বরিশাল মাসুদ মাহমুদ সুমন, বিআরটিএ পরিচালক (ইঞ্জিঃ) মোঃ জিয়াউর রহমান পিএএ, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক বীর প্রতীক, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. হোসেন চৌধুরী। শুরুতে সার্কিট হাউজ প্রাঙ্গণে র‌্যালি অনুষ্ঠিত হয় র‌্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT