3:19 pm , October 22, 2023

খবর বিজ্ঞপ্তি ॥ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মহাঅষ্টমীতে উজিরপুর উপজেলার সনাতন ধর্মালম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস। রোববার সকাল থেকে গভীর রাত পর্যন্ত উজিরপুর উপজেলার বিভিন্ন দুর্গা পূজা মন্দির পরিদর্শন করে সনাতন ধর্মালম্বী ও ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির পক্ষে থেকে শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে সকল সনাতন ধর্মালম্বী ও ভক্তদের শুভেচ্ছা বার্তা জানান। শ্রী শ্রী দূর্গা পূজা মন্দির পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন উজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ শিকদার বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উজিরপুর পৌরসভার মেয়র মো: গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, বরিশাল জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অশোক কুমার হাওলাদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উজিরপুর পৌরসভার প্যানেল মেয়র হেমায়েত উদ্দিন হিমু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রাণী শীল, শিকারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: নজরুল ইসলাম মাঝি, বামরাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো:ইউসুফ হাওলাদার, শোলক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডাক্তার আব্দুল হালিম, জল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেবি দাস, বরাকোঠা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সহিদুল ইসলাম মৃধা, হারতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমল মল্লিক, শাতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: শাহীন হাওলাদার।