পুলিশ কমিশনারের মন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় পুলিশ কমিশনারের মন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় - ajkerparibartan.com
পুলিশ কমিশনারের মন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়

3:44 pm , October 21, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম। শনিবার দিনব্যাপী পুজা মন্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় পুলিশ কমিশনার হিন্দু ধর্মালম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। পুজা মন্ডপের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কর্তব্যে নিয়োজিত পুলিশ সদস্য ও ডিউটি তদারকি কর্মকর্তাদেরকে সমন্বয় সাধান করে সতর্ক অবস্থায় দায়িত্ব পালনের নির্দেশ দেন। পূজাম-প ও তার আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় সিসি ক্যামেরার ব্যবহার নিশ্চিত করতে পূজাম-প কমিটির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন। যে কোনো অসঙ্গতি পরিলক্ষিত হওয়ার সাথে সাথে আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য পরামর্শ দিয়েছেন। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) রুনা লায়লা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. ফজলুল করিম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. ফারুক হোসেন, সহকারি পুলিশ কমিশনার কোতোয়ালি মডেল থানা সীমা খানম, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার টু পুলিশ কমিশনার) প্রণয় রায়, কোতোয়ালী মডেল থানার ওসি মো. আনোয়ার হোসেন ও কাউনিয়া থানার ওসি মো. আসাদুজ্জামান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT