জীবনের ঝুঁকি নিয়ে ব্রিজ পারাপার জীবনের ঝুঁকি নিয়ে ব্রিজ পারাপার - ajkerparibartan.com
জীবনের ঝুঁকি নিয়ে ব্রিজ পারাপার

3:50 pm , October 20, 2023

রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী প্রতিবেদক ॥ পিরোজপুরের কাউখালীতে জীবনের ঝুঁকি নিয়ে ব্রিজ পারাপার হচ্ছে এলাকাবাসী। কাউখালী উপজেলা সদর ইউনিয়নের বাশুরী খালের দরবেশ হুজুরের মাদ্রাসা ও মসজিদের সম্মুখের সাকোটি খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যেকোনো সময় মারাত্মক দুর্ঘটনা সহ প্রাণহানির ঘটনা ঘটতে পারে। সাকোটি জরাজীর্ণ হয়ে অকেজো হয়ে পড়ে রয়েছে। এলাকাবাসীর বিকল্প কোন পথ না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে এই ব্রিজ পারাপার হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে,এলাকাবাসী, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, চাকরিজীবী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এই ব্রিজ ব্যবহার করে বিভিন্ন স্থানে যাতায়াত করে। স্থানীয় বাসীন্দা রফিক তালুকদার আক্ষেপ করেন বলেন, বারবার বিভিন্ন দপ্তরে ধর্ণা দিলেও এই ব্রিজের নির্মাণ কাজ কেউ করতে এগিয়ে আসেনি। স্থানীয় ইউপি সদস্য আশরাফুল ইসলাম ছোট্ট জানান, উপজেলা প্রশাসন,ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদসহ বিভিন্ন স্থানে ধর্ণা দিলেও ব্রিজ নির্মানের উদ্যোগ কেউ নেয়নি। এ ব্যাপারে কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি আমি অবগতি আছি। পর্যায়ক্রমে ঝুঁকিপূর্ণ ব্রিজগুলো অগ্রাধিকার ভিত্তিতে করা হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT