ঝালকাঠিতে ইউনাইটেড ল ইয়ারর্স ফ্রন্ট গঠিত ঝালকাঠিতে ইউনাইটেড ল ইয়ারর্স ফ্রন্ট গঠিত - ajkerparibartan.com
ঝালকাঠিতে ইউনাইটেড ল ইয়ারর্স ফ্রন্ট গঠিত

4:12 pm , October 19, 2023

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি ॥ গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের ১ দফা দাবী আদায়ের লক্ষ্যে সমমনা জোটের আইনজীবীদের সমন্বয়ে ঝালকাঠিতে ইউনাইটেড ল ইয়ারর্স ফ্রন্ট গঠিত হয়েছে। ১৯ অক্টোবর দুপুর ১.০০ ঘটিকায় ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির হলরুমে ঝালকাঠী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এর সভাপতি এবং জেলা বিএনপির আহবায়ক এ্যাড. মোঃ সৈয়দ হোসেন এর সভাপতিত্বে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এবং বাংলাদেশ ল ইয়ার’র্স কাউন্সিল ঝালকাঠি জেলা শাখার নেতৃবৃন্দ, সদস্য সহ সমমনা আইনজীবীদের নিয়ে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয় । জেলা বিএনপির সদস্য সচিব এবং জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এর সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, বারের সাবেক সভাপতি এ্যাড. মোঃ হুমায়ুন কবীর বাবুল, জেলা জামায়েতের আমীর এ্যাড. মোঃ হাফিজুর রহমান, ঝালকাঠি বারের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ জহিরুল ইসলাম, ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, বারের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ মাহেব হোসেন, বাংলাদেশ ল ইয়ার’র্স কাউন্সিল ঝালকাঠি জেলা শাখার সভাপতি এ্যাড. বি এম আমিনুল ইসলাম, ঝালকাঠি পৌর বিএনপির সভাপতি এ্যাড. নাসিমুল হাসান, জা:বা:আ:ফোরাম এর যুগ্ম সম্পাদক এ্যাড. শামিম আলম বাবু, জামায়াতে নেতা এ্যাড. মোঃ নাসির হোসেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাড. মিজানুর রহমান মুবিন, জা:বা:আ:ফোরাম নেতা এ্যাড. মোঃ সোহেল আকন, এ্যাড. আনিসুর রহমান খান, এ্যাড. তরিকুল ইসলাম, এ্যাড. মোঃ আল আমিন হাওলাদার, এ্যাড. মোঃ মুশফিকুর রহমান বাবু প্রমুখ। বক্তরা ফ্যাসিবাদী শাসন থেকে দেশের মানুষকে রক্ষা এবং বিচার ব্যবস্থায় সরকারের অবৈধ প্রভাব বিস্তার বন্ধে আইনজীবীদের ঐকবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রামে সাহসী ভুমিকা রাখার জন্য সকল আইনজীবীদের নিয়ে নতুন প্লটফর্ম গঠনের উপর গুরুত্বারোপ করেন এবং আন্দোলন সংগ্রামে নেতাকর্মীদের নামে সরকারের আজ্ঞাবহ পুলিশ কর্তৃক দায়েরকৃত মিথ্যা ও গায়েবী মামলায় আরো বেশি ঐকব্ধ হয়ে আইনগত সহয়তা প্রদান করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সভায় প্রস্তবনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন কে আহবায়ক, বাংলাদেশ ল ইয়ার’র্স কাউন্সিল জেলা শাখার সভাপতি এ্যাড. বিএম আমিনুল ইসলাম কে সদস্য সচিব, এবং এ্যাড. মোঃ হুমায়ুন কবীর বাবুল, এ্যাড. জহিরুল হক খোকন,এ্যাড. মাহেব হোসেন, এ্যাড. মোঃ কাঞ্চন মিয়া, এ্যাড. মোঃ শামিম আলব বাবু ও এ্যাড. মিজানুর রহমান মুবিন কে যুগ্ম আহবায়ক করে ৩১ সদস্যদের ইউনাইটেড ল ইয়ার’র্স ফ্রন্ট ঝালকাঠি জেলা শাখার কমিটি গঠন করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT