শ্রদ্ধা ও ভালোবাসায় এসএম ইকবালের দাফন সম্পন্ন শ্রদ্ধা ও ভালোবাসায় এসএম ইকবালের দাফন সম্পন্ন - ajkerparibartan.com
শ্রদ্ধা ও ভালোবাসায় এসএম ইকবালের দাফন সম্পন্ন

4:00 pm , October 19, 2023

বিশেষ প্রতিবেদক ॥ শহীদ মিনারে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান এবং শ্রদ্ধা ভালোবাসায় শেষবিদায় জানানো হয়েছে বীর মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক ব্যক্তিত্ব আইনজীবী ও সাংবাদিক এসএম ইকবালকে। বৃহস্পতিবার পৃথক দুইটি জানাজা শেষে তাকে নগরীর মুসলিম গোরস্থানে দাফন করা হয়েছে। এর আগে বরিশাল জেলা আদালত চত্বরে, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে ও কেন্দ্রীয় শহীদ মিনারে বহুগুনের অধিকারী এ বটবৃক্ষকে শেষ শ্রদ্ধা জানানো হয়। সকাল ১০ টায় প্রয়াত এসএম ইকবালকে বরিশাল জেলা আদালত চত্বরে আইনজীবী সমিতির সামনে নেয়া হয়। সেখানে বরিশাল জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। পরে আদালত চত্বরে জানাজা নামাজ হয়। জানাজা নামাজে বরিশাল জেলা ও দায়রা জজ কেএম রাশেদুজ্জামান রাজা, সিনিয়র আইনজীবী ও সাবেক এমপি এ্যাড. তালুকদার মোঃ ইউনুছ সহ বিচারক ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।
আদালত চত্বর থেকে তাকে নিয়ে যাওয়া হয় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে। সেখানে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুলসহ নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সাংবাদিকদের বিভিন্ন সংগঠনসহ সংবাদপত্র অঙ্গনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর দুপুরে নিয়ে আসা হয় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে প্রথমে বরিশালের জেলা প্রশাসক শহীদুল ইসলাম এর নেতৃত্বে মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক বীরপ্রতীক, বীর মুক্তিযোদ্ধা এমজি কবীর ভুলু, তালুকদার মোঃ ইউনুস, পুতুল ঘোষ উপস্থিত ছিলেন। এরপর বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির পক্ষে তার ছেলে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ শ্রদ্ধা নিবেদন করেন। সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর শ্রদ্ধা নিবেদন করেন। জেলা আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন সাধারন সম্পাদক এ্যাড. তালুকদার মো. ইউনুস সহ নেতৃবৃন্দ।
পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অব. জাহিদ ফারুক শামীম এমপি ও নবনির্বাচিত সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের পক্ষ থেকে পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ নেতা এ্যাড. লস্কর নুরুল হক ও  মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন। বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম শ্রদ্ধা নিবেদন করেন।
মহানগর বিএনপির পক্ষ থেকে সদস্য সচিব এ্যাড. মীর জাহিদুল কবির জাহিদের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় বীরমুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, যুগ্ম আহবায়ক একেএম শহীদুল্লাহ প্রমুখ।
জাতীয় পার্টির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন মহানগর আহবায়ক অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুলের নেতৃত্বে নেতৃবৃন্দ।
মহানগর পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলামের নেতৃত্বে মহানগর পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পুলিশ সুপার ওয়াহিদুল ইসলামের নেতৃত্বে জেলা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে
শব্দাবলী গ্রুপ থিয়েটারের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন সৈয়দ দুলালসহ নেতৃবৃন্দ। এছাড়াও বরিশাল সাংবাদিক ইউনিয়ন, বরিশাল রিপোর্টার্স ইউনিটি, বরিশাল টেলিভিশন মিডিয়া এসোসিয়েশন, তানসেন সংগীত বিদ্যালয়, অমৃত পরিবার, জেলা আইনজীবী সমিতি বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এরপর মহানগর পুলিশের একটি দল প্রয়াত বীরমুক্তিযোদ্ধা এসএম ইকবালকে রাষ্ট্রীয় সালাম প্রদান করা হয়।
এরপর জানাজা নামাজ হয় শহীদ মিনার চত্বরে। জানাজা নামাজের পূর্বে বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের পক্ষ থেকে শুভংকর চক্রবর্তী, জেলা প্রশাসক শহীদুল ইসলাম, জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও মরহুম এসএম ইকবালের ছেলে আসিফ ইকবাল বক্তব্য রাখেন।
জানাজা নামাজে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, সংসদ সদস্য মো. শাহে আলম, বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এ্যাড. মোয়াজ্জেম হোসেন আলাল,  জেলা প্রশাসক শহীদুল ইসলাম, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তালুকদার মো. ইউনুস, বিএম কলেজের অধ্যক্ষ ড. গোলাম কিবরিয়া, অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুল, বীরপ্রতীক মহিউদ্দিন মানিক, এ্যাড. লস্কর নুরুল হক, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন, প্যানেল মেয়র নইমুল হোসেন লিটু, এ্যাড. রফিকুল ইসলাম খোকন, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, সিনিয়র সাংবাদিক মুরাদ আহমেদ, দৈনিক আজকের পরিবর্তন সম্পাদক কাজী মিরাজ, প্রয়াতের দুই ছেলে আসিফ ইকবাল ও জাভেদ ইকবালসহ জিনপ্রতিনিধিসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবিসংগঠন নেতৃবৃন্দ।
পারিবারিক সূত্রে জানাগেছে, এস এম ইকবাল ১৯৪৪ সালের ২ সেপ্টেম্বর বরিশালের বানারীপাড়া উপজেলার লবনসড়া গ্রামের এক ধর্মপ্রাণ সৈয়দ পরিবারে জন্মগ্রহণ করেন। প্রারম্ভিক শিক্ষাজীবনে তৃতীয় শ্রেণিতে বরিশাল জিলা স্কুলে ভর্তি হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ১৯৬০ সালে ম্যাট্রিকুলেশন পাস করেন। ১৯৬৪ সালে বরিশালের সরকারি ব্রজমোহন কলেজ থেকে বিএ পাস করেন এস এম ইকবাল। স্বাধীনতার পরে সংস্কৃত সাহিত্যে কাব্যতীর্থ এবং আইনে স্নাতক ডিগ্রি গ্রহণ করেন তিনি। যুব বয়সে তিনি বরিশালে যুব সংঘ গঠন করে সমাজসেবা ও সাংস্কৃতিক কর্মকা- পরিচালনা করেন। ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে সরাসরি সমরাস্ত্র ব্যবহারের সুযোগ না পেয়ে এ যুব সংঘের সদস্যরা নানা ধরনের দেশীয় অস্ত্র উদ্ভাবন করেন। যুব সংঘ মুক্তিযোদ্ধাদের গেরিলাযুদ্ধে অসামান্য অবদান রাখে।
এ সময়ে বাংলাদেশের মুক্তাঞ্চল থেকে প্রকাশিত প্রথম পত্রিকা ‘বাংলাদেশ’ এর প্রধান সম্পাদক ছিলেন তিনি। সাহিত্য সচেতন এস এম ইকবাল ১৯৭২ সালে কলকাতার সাহিত্য গবেষক দিলীপ কুমার দাসের সঙ্গে যৌথভাবে সম্পাদনা করেন জীবনানন্দ দাশ এর ‘রূপসী বাংলা’।  সম্পাদনা করতে থাকেন জীবনানন্দ দাশ এর ‘বনলতা সেন’, ‘সুরঞ্জনা’, ‘সাতটি তারার তিমির’, ‘সুকান্তের ঘুম নেই’ ইত্যাদি গ্রন্থ। এছাড়া মৌলিক গ্রন্থ হিসেবে ‘ছোটদের নজরুল’, ‘ছোটদের রবীন্দ্রনাথ’, ‘ছোটদের শরৎচন্দ্র’সহ প্রায় অর্ধশত গ্রন্থ।১৯৭৩ সালে জনসমর্থনে নির্বাচিত হন বরিশাল পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের কমিশনার। ১৯৭৪ সালে দু’বার দায়িত্ব পালন করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে। ১৯৮৫ সালে বানারীপাড়া উপজেলার প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন। পদাধিকার বলে বানারীপাড়া উপজেলার ২৭টি বিদ্যালয় পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে কাজ করেছেন।
সত্তরের দশক থেকে তিনি এ পর্যন্ত ঢাকা ও বরিশাল থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন। এ সময়কালে তিনি বাংলাদেশ, জনপথ, বিপ্লবী বাংলাদেশ, বাংলাদেশ টাইমস, দৈনিক দেশ, নিজের সম্পাদনায় ‘কথা’, বরিশাল থেকে প্রকাশিত দৈনিক আজকের বার্তা’র সম্পাদক ও সম্পাদক ম-লীর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বোশেষ তিনি বরিশালের আজকাল পত্রিকার সম্পাদক ম-লীর সভাপতি ও দৈনিক দক্ষিণাঞ্চল পত্রিকার সম্পাদক ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT