4:14 pm , October 18, 2023
পানি সম্পদ প্রতিমন্ত্রী ও সিটি মেয়র খোকন সেরনিয়াবাতের উদ্যোগে
নিজস্ব প্রতিবেদক ॥ শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন পালনে আলোচনা সভা ও দোয়া মোনাজাত হয়েছে। বুধবার সন্ধ্যায় নগরীর সদর রোডে সিটি নির্বাচনে মেয়র প্রার্থীর পরিচালনা কার্যালয়ের এ সভা হয়। পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অব. জাহিদ ফারুক শামীম এমপি ও সিটি মেয়র সেরনিয়াবাত আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের যৌথ উদ্যোগে এ সভা ও দোয়া মোনাজাত হয়। সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি এ্যাড. আফজালুল করিম। এ সময় বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. লষ্কর নুরুল হক, বরিশাল জেলা শ্রমিক লীগের সভাপতি শাজাহান হাওলাদার, মহানগর যুবলীগের আহবায়ক মো. নিজামুল ইসলাম নিজাম, বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য আনিস উদ্দীন শরীফ, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন ভুলু, বরিশাল মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কহিনুর বেগম, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন, ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন কবীর, মহানগর মহিলা আওয়ামী লীগ নেত্রী কামরুনাহার রোজি,সংরক্ষিত কাউন্সিলর ইসরাত জাহান লাভলী, মহানগর ছাত্রলীগ এর সাবেক সভাপতি মো. জসিম উদ্দিন, বিএম কলেজের সাবেক ভিপি মোঃ মঈন তুষার, বরিশাল জেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহ, বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রলীগ এর সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মাহিদুর রহমান মাহাদ, বরিশাল সদর উপজেলা ছাত্রলীগ এর সাংগঠনিক সম্পাদক কেএম মেহেদী হাসান বাপ্পি প্রমুখ।