বরিশালে ডুবে যাচ্ছিল লাইটার জাহাজ ৯৯৯-এর কলে ৬ নাবিককে উদ্ধার বরিশালে ডুবে যাচ্ছিল লাইটার জাহাজ ৯৯৯-এর কলে ৬ নাবিককে উদ্ধার - ajkerparibartan.com
বরিশালে ডুবে যাচ্ছিল লাইটার জাহাজ ৯৯৯-এর কলে ৬ নাবিককে উদ্ধার

3:42 pm , October 17, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ জাতীয় জরুরী সেবা নম্বর ৯৯৯ থেকে কল পেয়ে বরিশালে একটি লাইটার জাহাজ হতে ৬ জন স্টাফ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
জানা গেছে, বরিশাল জেলার উজিরপুর থানাধীন সন্ধ্যা নদীর দোয়ারিকা ব্রিজের কাছে ডুবে যাচ্ছিল একটি লাইটার জাহাজ। জাহাজটিতে ৫৫০ টন ওজনের ১১ হাজার ব্যাগ সিমেন্ট ও ৬ জন স্টাফ ছিলেন। তারা কোনো উপায় না পেয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন দিলে তাদের উদ্ধার করে ফায়ার সার্ভিস। গতকাল মঙ্গলবার জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল আবদুল্লাহ মনসুর। কনস্টেবল মনসুর তাৎক্ষণিকভাবে উজিরপুর ফায়ার সার্ভিস স্টেশনে ঘটনাটি দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য জানান। পরবর্তীতে ৯৯৯ ডেসপাচার এসআই জয়ন্ত ঘরামী এবং এসআই সালাউদ্দীন উদ্ধার সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ করে উদ্ধার তৎপরতার আপডেট নিতে থাকেন।
তিনি আরও বলেন, সংবাদ পেয়ে উজিরপুর ফায়ার সার্ভিস স্টেশনের একটি উদ্ধারকারী দল পানি সেচার পাম্পসহ দুর্ঘটনাস্থলে গিয়ে পানি সেঁচে জাহাজটিকে নিরাপদে তীরে নিয়ে আসে এবং জাহাজটি থেকে ৬ জন নাবিককে উদ্ধার করে। ১১ হাজার ব্যাগ সিমেন্টের মধ্যে ২শ’ ব্যাগ সিমেন্ট পানিতে ভিজে নষ্ট হয়ে যায়। বাকি ১০ হাজার ৮শ’ ব্যাগ সিমেন্ট অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।  এ উদ্ধার অভিযানে উজিরপুর ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার মাহাবুব আলম নেতৃত্ব দেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT