3:41 pm , October 17, 2023
ভা-ারিয়া প্রতিবেদক ॥ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ (ভান্ডারিয়া, কাউখালী, নেছাড়াবাদ) আসনে আওয়ামী লীগের মনোয়ন প্রত্যাশী পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রশাসক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহারাজ বলেছেন, পিরোজপুর-২ আসনে জোটের কোন প্রার্থী মানবেনা তৃনমুল আওয়ামীলীগ। এই আসনটি বর্তমানে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত। কিন্তু জোটের শরিক হিসেবে বিগত দুইটি নির্বাচনে আসনটি জাতীয় পার্টি (জেপি)’কে ছেড়ে দেয়ায় আওয়ামীলীগ দল দুর্বল হচ্ছে। মঙ্গলবার বিকেলে ভান্ডারিয়া উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন মিলনায়তনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তবব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বর্তমানে আসনটি সংসদ সদস্য জাতীয় পার্টি (জেপি)’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু হলেও সব উপজেলা-ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজেদের হবার কারণে আগের যে কোন সময়ের চেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে আওয়ামী লীগ। আর এ কারণে আসন্ন নির্বাচনে নিজেদের প্রার্থী চাইছে ক্ষমতাসীনরা। বর্তমান সংসদ সদস্য আওয়ামীলীগ নিধনে উঠেপড়ে লেগেছে। আমারা এই আওয়ামীলীগ নিধনকারীকে আর এমপি হিসাবে দেখতে চাই না।
ভান্ডারিয়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফাইজুর রশিদ খসরু জোমাদ্দারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, পিরোজপুর জেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজকল্যান সম্পাদক আবুবকর সিদ্দিক মন্টু, ভান্ডারিয়া উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি লিয়াকত হোসেন তালুকদার, নিজামুল হক নান্ন, টুঙ্গিপাড়া আওয়ামীলীগের দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারিক, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এনামুল কবির টিপু, সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার, উপজেলা মহিলাযুবলীগের সভাপতি আসমা সুলতানা যুথী, উপজেলা ছাত্রলীগের আহবায়ক রেদোয়ার সিকদার রিচান, যুগ্ম আহবায়ক ও কাউন্সিলর আহাদুল ইসলাম রুবেল প্রমূখ।