বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিন্টু, যুগ্ম সাধারন সম্পাদক সুব্রতকে শোকজ ॥ প্রচার-প্রকাশনা সম্পাদক সেলিম বেপারীকে অব্যাহতি বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিন্টু, যুগ্ম সাধারন সম্পাদক সুব্রতকে শোকজ ॥ প্রচার-প্রকাশনা সম্পাদক সেলিম বেপারীকে অব্যাহতি - ajkerparibartan.com
বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিন্টু, যুগ্ম সাধারন সম্পাদক সুব্রতকে শোকজ ॥ প্রচার-প্রকাশনা সম্পাদক সেলিম বেপারীকে অব্যাহতি

4:13 pm , October 16, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বিএনপির অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সহিংস কর্মকান্ডের প্রতিবাদে বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কর্মসুচীতে অংশ না নিয়ে পৃথকভাবে কর্মসুচী পালন করায় সহ-সভাপতি জিয়াউল হক মিন্টু ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারনে সুব্রত লাল কুন্ডুকে কারন দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। এছাড়াও দায়িত্ব অবহেলার কারনে প্রচার ও প্রকাশনা সম্পাদক সেলিম বেপারীকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত ৩ অক্টোবর পৃথক নোটিশ ও অব্যাহতি দেয়া হলেও বিষয়টি সোমবার প্রকাশ করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিয়াউল মিন্টুকে দেয়া নোটিশে উল্লেখ করা হয়েছে , দলীয় কর্মসুচীতে অংশ না নিয়ে পৃথকভাবে কর্মসুচী পালন করে কর্মী ও জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গে কেন ব্যবস্থা নেয়া হবে না তা ১৫ দিনের মধ্যে জানাতে বলা হয়েছে।
যুগ্ম সাধারন সম্পাদক সুব্রত লাল কুন্ডুকে দেয়া নোটিশে উল্লেখ করা হয়েছে, এমপি শাহেআলম নির্বাচিত হওয়ার পর থেকে আপনি শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে জড়িয়ে পড়েছেন। আপনার অশোভন ও ঔদ্ধত্যপূর্ন আচরনে অনেকে বিব্রতবোধ করছে। তার কাছে গচ্ছিত রাখা দলীয় কার্যালয়ের উন্নয়নমুলক কর্মকান্ডের ৫৪ লাখ টাকা না দেয়া উন্নয়ন ব্যাহত হচ্ছে। দলীয় শৃঙ্খলাভঙ্গের কারনে কেন সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে না তা ১৫ দিনের মধ্যে জানানোর জন্য বলা হয়েছে নোটিশে। প্রচার ও প্রকাশনা সম্পাদক সেলিম বেপারীকে দেয়া নোটিশে বলা হয়েছে, কমিটি ঘোষনা হওয়ার পর থেকে তিনি কোন কার্যক্রমে অংশ নেননি। দায়িত্ব অবহেলা, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারনে তাকে অব্যাহতি দেয়া হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT