4:03 pm , October 13, 2023

পরিবর্তন ডেস্ক ॥ শেরেবাংলা আইডিয়াল স্কুল বরিশাল শাখার দ্বিতীয় সমষ্টিকালীন মূল্যায়নের মেধা পুরস্কার বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০ টায় বরিশাল নগরীর ২৯ নং ওয়ার্ড বাঘিয়া স্কুল প্রাঙ্গণে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো: আরিফুর রহমান তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকার প্রকাশক-সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নূরুল আলম ফরিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড. আবুল কালাম আজাদ ইমন ও অধ্যাপক আবু রেজা মো: মঞ্জুরুল হক জিসান। সভায় বক্তরা, স্কুলের শিক্ষার্থী উদ্দেশ্য করে বলেন, তোমাদের বড় বড় স্বপ্ন দেখতে হবে। সেই স্বপ্ন পূরণের জন্য এখন থেকেই কাজ করতে হবে। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের দক্ষ ও যোগ্য করে তাদের গড়ে তুলতে হবে। পরে শিক্ষার্থীদের মাঝে মেধা পুরস্কার তুলে দেন অতিথিরা। উল্লেখ্য, বিগত ১ বছর পূর্বে বরিশালের বাঘিয়ায় যাত্রা শুরু করে স্কুলটি।