বাউফলে মার্কশীট ও প্রশংসা পত্রের নামে চাঁদাবাজি বাউফলে মার্কশীট ও প্রশংসা পত্রের নামে চাঁদাবাজি - ajkerparibartan.com
বাউফলে মার্কশীট ও প্রশংসা পত্রের নামে চাঁদাবাজি

3:59 pm , October 12, 2023

মো. নাসির উদ্দিন খান, বাউফল প্রতিবেদক ॥  বাউফলে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্দেশে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের কাছ থেকে ৫০০ টাকা করে আদায় করছে বিদ্যালয় কর্তৃপক্ষ। মার্কশীট ও প্রশংসাপত্র নেয়ার সময় এ টাকা নেয়া হচ্ছে। বিদ্যালয়ের বিরুদ্ধে এই অভিযোগ পুরনো হলেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসি শিরিন বলেন, শিক্ষক সমিতি থেকে মার্কশীটের জন্য ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। কালাইয়া হায়াতুন্নেসা বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও অন্যান্য বিদ্যালয় ৫০০ টাকা করে নিচ্ছে। আমরা শিক্ষার্থীদের বিষয় বিবেচনা করে ৪০০ টাকা করে নিচ্ছি। শিক্ষার্থীরা জানান, তাদের কাছ থেকে মার্কশীট ও প্রশংসাপত্র বাবদ ৪০০ থেকে ৫০০ টাকা নেওয়া হয়েছে। তাদের বলা হচ্ছে ‘এটা সংরক্ষণ ফি বাবদ লাগবে। তবে টাকা নেওয়ার কোনো রিসিভ চাইলে দিতে অস্বীকৃতি জানায় বিদ্যালয় কর্তৃপক্ষ।
বাউফল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির বর্তমান সভাপতি মোঃ আবু জাফর।  যিনি ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা কলেজের অধ্যক্ষ পদে দায়িত্ব পালন করছেন। আর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন মোঃ মনজুর মোর্শেদ যিনি ধানদী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির বর্তমান সভাপতি মোঃ আবু জাফর বলেন, ৫০০ টাকা করে নিতে বলেছি এটা সত্য তবে রিসিভ দেওয়ার জন্য বলেছি। এ টাকাটা কিসের জন্য দিতে হবে এবং কোনও বিধি বিধান আছে কিনা এমন প্রশ্নের জবাবে সদুত্তর দিতে পারেননি তিনি।
এবিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নাজমুল হক বলেন, মার্কশীট বা প্রশংসাপত্রের জন্য কোনও টাকা নেওয়ার বিধি বিধান নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশির গাজী বলেন, এ ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে। অবশ্যই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT