মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞার প্রথম দিনে নদীতে নামেনি জেলেরা মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞার প্রথম দিনে নদীতে নামেনি জেলেরা - ajkerparibartan.com
মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞার প্রথম দিনে নদীতে নামেনি জেলেরা

3:54 pm , October 12, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ মা ইলিশ রক্ষায় শুরু হয়েছে বুধবার দিনগত গভীর রাত থেকে শুরু হয়েছে ২২ দিনের শিকার নিষেধাজ্ঞা। বৃহস্পতিবার দিন থেকে তাই ইলিশ বেচা-বিক্রি ও পরিবহনও নিষিদ্ধ। নিষেধাজ্ঞার প্রথম দিনে বরিশাল জেলার নদ-নদীতে মৎস্য বিভাগ ও নৌ-পুলিশ টহল দিয়েছে। প্রথম দিনে নদীতে মাছ শিকারে নামেনি কোন কোন জেলে। তাই প্রথম দিনে সরকারী নিষেধাজ্ঞা মানায় কোন জেলের জেল জরিমানা কিংবা কারাদ-ের কোন ঘটনা ঘটেনি। তবে ইলিশ বিক্রির দায়ে আগৈলঝাড়া উপজেলায় এক বিক্রেতাকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার সকালে নৌ-পুলিশের বরিশাল অঞ্চলের সুপার কফিলউদ্দিনের নেতৃত্বে কীর্তনখোলা নদীতে অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি জানিয়েছেন, নদীতে নিরাপত্তা নিশ্চিত করতে এই ২২ দিন সাড়ে ৩’শ নৌ পুলিশ নদী ও খালে টহলে নিয়োজিত থাকবেন। এবার সরকারের নির্দেশে ইলিশ রক্ষায় বরিশালের নদ নদীর ৩২ টি পয়েন্টকে ঝুকিপূর্ন চিহিৃত করা হয়েছে। এ সকল ঝুকিপূর্ন এলাকায় যৌথবাহিনী টহলে থাকবে। জরুরী পরিস্থিতি মোকাবিলায় প্রত্যেক জেলা উপজেলায় একটি করে স্ট্রাইকিং ফোর্স সহ ৩২ জন কর্মকর্তা অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত থাকবে। মেহন্দিগঞ্জের কালিগঞ্জ নৌ-পুলিশ ষ্টেশনের এসআই ওমর ফারুক জানিয়েছে, মেঘনাসহ মেহেন্দিগঞ্জ উপজেলার আশে-পাশের নদীতে সকাল থেকে কোন জেলেকে দেখা যায়নি। বরিশাল বিভাগীয় মৎস্য অফিস সূত্রে জানা যায়, ২২ দিনের নিষেধাজ্ঞার আওতায় অভয়াশ্রমের জেলাগুলো হলো- বরিশাল, ভোলা, পটুয়াখালী, চাঁদপুর, শরীয়তপুর ও লক্ষ্মীপুর। এছাড়া দেশের ৩৭ জেলার ১৫৫ উপজেলার অংশ বিশেষ এই নিষেধাজ্ঞায় অন্তর্ভূক্ত থাকবে।
এর মধ্যে চাঁদপুর থেকে লক্ষীপুর জেলার চর আলেকজান্ডার ১০০ কিলোমিটার, ভোলার চর পিয়াল থেকে মেঘনার শাহবাজপুর পর্যন্ত ৯০ কিলোমিটার, পটুয়াখালীর চর রুস্তম ও তেতুলিয়া নদীর ১০০ কিলোমিটার, শরীয়তপুরে নরিয়া ও চাঁদপুরের মতলব উপজেলায় মেঘনার ২০ কিলোমিটার ও বরিশালের হিজলা মেহেন্দীগঞ্জের মেঘনা, কালাবদর ও গজারিয়া নদীর ৮২ কিলোমিটার এলাকা এই নিষেধাজ্ঞার আওতাভূক্ত।
বরিশাল মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস জানিয়েছে, শুধুমাত্র আগৈলঝাড়ায় মাছ বিক্রি করার সময় এক বিক্রেতাকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্য কোথাও নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, পরিবহন ও বিপননের খবর পাওয়া যায়নি।
তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদর বাজারে ইলিশ মাছ বিক্রি করছিলেন গৈলা ইউনিয়নের নগরবাড়ি গ্রামের চান মিয়ার ছেলে সোহেল মিয়া। সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিনের আদালত অভিযান চালিয়ে মাছ বিক্রেতা সোহেল মিয়াকে ৩ হাজার টাকা জরিমানা করেন। এসময় তার কাছ থেকে জব্দ করা ৬ কেজি ইলিশ মাছ দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, পেশকার নাজির সোহেল আমিনসহ প্রমুখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT