ফ্যান পড়ে মাদ্রাসা শিক্ষক আহত ফ্যান পড়ে মাদ্রাসা শিক্ষক আহত - ajkerparibartan.com
ফ্যান পড়ে মাদ্রাসা শিক্ষক আহত

3:48 pm , October 11, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ গৌরনদীতে শ্রেনীকক্ষে পাঠদানের সময় ফ্যানের হুক ভেঙ্গে নিচে পড়ে মাদ্রাসা শিক্ষক আহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টায় উপজেলার মাহিলারা জামিয়া মাদানিয়া শরিয়াহ এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ে এ ঘটনা ঘটে। আহত শিক্ষক হাফেজ মাওলানা মো. মহিবুল্লাহকে (২৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আজিজুল হক জানান, কিতাব বিভাগের শিক্ষক মাওলানা মহিবুল্লাহ ইয়াজদাহম ক্লাস নিচ্ছিলো। এ সময় হুক ভেঙ্গে ফ্যান পড়ে যায়। ফ্যান পড়ে গিয়ে ঘোরার কারনে শিক্ষকের মুখে কয়েকস্থানে কেটে গিয়েছে। তাকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। অধ্যক্ষ আরো জানান, ক্লাসে ১০ জন শিক্ষার্থী ছিলেন। তাদের কারো কিছু হয়নি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT