‘বিচারপতির কথার পর সরকারের লজ্জা থাকলে অবিলম্বে পদত্যাগ করা উচিত’ ‘বিচারপতির কথার পর সরকারের লজ্জা থাকলে অবিলম্বে পদত্যাগ করা উচিত’ - ajkerparibartan.com
‘বিচারপতির কথার পর সরকারের লজ্জা থাকলে অবিলম্বে পদত্যাগ করা উচিত’

3:47 pm , October 11, 2023

বরিশালে বিএনপিপন্থি আইনজীবীরা বললেন
নিজস্ব প্রতিবেদক ॥ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি সহ উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণের দাবীতে অবস্থান কর্মসূচি ও সমাবেশ করেছে ইউনাইটেড ল ইয়ার্স ফ্রন্ট বরিশাল জেলা শাখা।
গতকাল বুধবার দুপুরে বরিশাল সমিতির সামনে এ কর্মসূচি পালন করা হয়। বরিশাল আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সিনিয়র আইনজীবী এ্যাড. আলী আহম্মেদের সভাপতিত্বে ও বরিশাল আইনজীবী ফোরামের সিনিয়র যুগ্ম সম্পাদক এ্যাড. আজাদ হোসাইন এর সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে বক্তরা বলেন, আজ দেশের বিচারপতি সরকারী আইনজীবীদের লক্ষ করে যখন বলে ‘আপনারা দেশটাকে জাহান্নাম বানিয়েছেন’ এই কথার পর সরকারের যদি লজ্জা থাকে তাহলে অবিলম্বে দেশবাসীর স্বার্থে পদত্যাগ করে নির্দলীয় সরকারে অধীনে নির্বাচন দেওয়া উচিৎ। একই সাথে  বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করে জাতির কাছ থেকে পাপ মোচন করেন।
বক্তব্য রাখেন বরিশাল জাতীয়তাবী আইনজীবী ফোরামের সভাপতি মহসিন মন্টু, সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-সভাপতি  নাজিম উদ্দিন পান্না, শহীদ হোসেন, আলী হায়দার বাবুল, হাফিজ আহমেদ বাবলু,  তছলিম উদ্দিন, অসিম কুমার বাড়ৈ, মীর্জা রিয়াজ হোসেন, আবুল কালাম আজাদ (ইমন), হুমায়ন কবীর মাসুদ, আব্দুর রশিদ খান, সালাউদ্দিন মাসুম, আনিসুর রহমান, সরোয়ার হোসেন।
সদর উপজেলার জেলেদের মাঝে ছাগল বিতরণ
খবর বিজ্ঞপ্তি ॥ বরিশাল সদর উপজেলা পরিষদের হলরুমে গতকাল বেলা সাড়ে ১১টায় মৎস্য অধিদপ্তরাধীন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ইলিশের প্রধান প্রজনন মৌসুমে প্রজননক্ষম ইলিশ সংরক্ষণের কৌশল নির্ধারনে স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা ও ভুক্তভোগী জেলেদের মাঝে দেশীয় প্রজাতির ছাগল এবং খোয়ার ঘর প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু। সভায় সভাপতিত্ব করেন
বরিশাল সদর  উপজেলা নির্বাহী অফিসার মো: মনিরুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু ও মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম।
সভা পরিচালনা করেন বরিশাল সদর উপজেলার মৎস্য কর্মকর্তা মোঃ জামাল হোসেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT