ইসরাইলির আগ্রাসনের বিরুদ্ধে বিএম কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ ইসরাইলির আগ্রাসনের বিরুদ্ধে বিএম কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ - ajkerparibartan.com
ইসরাইলির আগ্রাসনের বিরুদ্ধে বিএম কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ

3:44 pm , October 11, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে বিএম কলেজে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল ১০ টায় সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলের পূর্ব সমাবেশে শিক্ষার্থীরা? বক্তব্যে বলেন, ইসরাইলরা ফিলিস্তিনের ভূখন্ডে অবৈধভাবে দখল নিয়ে দীর্ঘ ৭৫ বছর ধরে বাস করে। তারা ফিলিস্তিনি সাধারন মানুষের উপরে জুলুম নির্যাতন করছে। গত ৬ অক্টোবর হামাস ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করে পালটা হামলা চালায়। সেখানে আমেরিকা থেকে শুরু করে, পশ্চিমা বিশ্ব হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বক্তব্য দেয়। শিক্ষার্থীরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বলেন, আমরা চাই ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হোক। ইসরাইলকে অনতিবিলম্বে অবৈধ রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হোক। বিক্ষোভ মিছিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র হাফেজ মো. মাহাজাবিল আল নাঈম খাঁন। তিনি তার? বক্তব্যে বলেন, আমরা চাই শান্তি ফিরে আসুক, যুদ্ধ বন্ধ হোক, যুদ্ধ বন্ধ করতে জাতিসংঘ তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। যেহেতু এখানে ইসরাইল সম্পূর্ণ দোষী ইসরাইলকে শাস্তি প্রদান করে তাদেরকে নিষিদ্ধ করা হোক এবং শান্তি কামি ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হোক। উক্ত বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন, সমাজবিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র মো. শফিকুল ইসলাম, ইংরেজি বিভাগের মেধাবী ছাত্র মো. হাসান মাহমুদ এবং হিসাব বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র মোহাম্মদ নাজিম উদ্দিন, ইসলামিক স্টাডিজ বিভাগের মেধাবী ছাত্র মো. আব্দুর রহমান, গণিত বিভাগের মেধাবী ছাত্র মো. আব্দুল আজিজ, ইংরেজি বিভাগের ছাত্র মুহাম্মদ ইমাম হাসান, দর্শন বিভাগের মেধাবী ছাত্র মো. মেহেদী হাসান, অর্থনীতি বিভাগের মেধাবী ছাত্র মোহাম্মদ রফিকুল ইসলাম। বিক্ষোভ সমাবেশ শেষে শিক্ষার্থীরা বিশাল মিছিল নিয়ে ক্যাম্পাস সহ বিএম কলেজের সামনের রাস্তায় মিছিল করে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT