3:51 pm , October 9, 2023

মো: আফজাল হোসেন, ভোলা ॥ মা ইলিশ রক্ষায় ২২দিনের অভিযান সফল করতে যা করার নির্দেশনা সরকারের রয়েছে তা সকলকেই আন্তরিক ভাবে পালন করার অনুরোধ জানিয়েছেন ভোলার জেলা প্রশাসক। গতকাল ৯অক্টোবর দুপুরে ভোলার সার্কিট হাউজে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় স্টেকহোল্ডারদের অংশগ্রহণে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান এসব কথা বলেন।
অপরদিকে সবার জন্য সমান আইন এবং জেলে হয়রানী নয় মা ইলিশ রক্ষায় আন্তরিক হবার দাবী বক্তাদের। জেলা মৎস্য অধিদপ্তর আয়োজিত সভায় জেলা প্রশাসক বলেন,ইলিশ রক্ষায় আমাদের সকলেরই যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। দেশের সম্পদ রক্ষাই আমাদের কাজ। ১২ অক্টোবর থেকে ২নভেম্বর পর্যন্ত মা ইলিশ রক্ষায় যে কর্মসূচী রয়েছে তা সঠিকভাবে সফল করতে হবে। বরফ কল গুলো বন্ধ করা এবং জালসহ নৌকাগুলো তীরে রেখে দেয়া নিশ্চিত করতে হবে। উপস্থিত বক্তারা বলেন, নিষিদ্ধকালীন সময় পাশের দেশের জেলেরা ইলিশ ধরে নিয়ে যায়। তারা যাতে দেশের অভ্যন্তরে প্রবেশ করে ইলিশ ধরে নিতে না পারে তা নিশ্চিত করতে হবে। একই সাথে ইলিশ ধরার পর দেশের বিভিন্ন স্থানে চলে যায়। সেটা যেন না পারে তা নিশ্চিত করার প্রতি নজর দিতে হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সকলকে। এছাড়া অভিযানে যেন কারো পকেট ভারী না হয় সেই বিষয়টি খেয়াল রাখার আহবান জানান এক বক্তা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগের উপ-পরিচালক দীপেন্দ্র নাথ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, র?্যাবের কোম্পানী কমান্ডার মো: জামাল উদ্দিন, কোস্টগার্ড দক্ষিন জোন এর স্টাফ অফিসার এম হাসান মেহেদী, ভোলা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: ইউনুস,বিদায়ী জেলা সৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ।