3:46 pm , October 8, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর অক্সফোর্ড মিশন রোডের স্থায়ী বাসিন্দা, রাজাপুর লজ নিবাসী, উত্তরা ব্যাংক লিমিটেডের অবসরপ্রাপ্ত ডিজিএম এ.কে.এম. শহিদুল আলম (৭০) গতকাল সন্ধ্যা ৬.৩০মিঃ হৃদযন্ত্রের ক্রিয়ায় বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। গতকাল বিকেলে ফিজিওথেরাপী দেওয়ার সময় অসুস্থ্য হয়ে পড়লে দ্রুত তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। আজ বাদ জোহর অক্সফোর্ড মিশন রোড জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দৈনিক আজকের পরিবর্তন সম্পাদক ও বরিশাল প্রকাশক-সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক কাজী মিরাজ। এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।