4:06 pm , October 7, 2023
শাকিল মাহমুদ বাচ্চু, উজিরপুর ॥ বাংলাদেশের ওয়ার্কাস পাটির সভাপতি রাশেদ খান মেনন (এমপি) বলেছেন, কোন ভয় নাই নির্বাচনে নিজের ভোট নিজে দিবেন। আমার জন্মভূমির মালিক আমেরিকা নয় এ দেশের জনগন। আগামী নির্বাচনে দেশের মানুষ যাদের ভোট দিয়ে নির্বাচিত করবেন তারাই সরকার গঠন করে দেশ চালাবেন। ওরা স্যাংশনের ভয় দেখাচ্ছে, জনগন ওসব মানে না। ভিসানীতি নির্বাচনকে প্রভাবিত করতে পারবে না। বিএনপি – জামাত ক্ষমতায় আসলে দেশে আবারও জঙ্গীবাদ মাথাচাড়া দিয়ে উঠবে তাদের সে স্বপ্ন বাস্তবায়িত হবে না । তাদের আন্দোলনের বেলুন ফুটা হয়ে গেছে। ১৪ দল একত্রিত থাকলে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে। আর ১৪ দলকে প্রশ্ন বিদ্ধ করলে আওয়ামী লীগ ভুল করবে। এখন দাবী একটাই বাজার সিন্ডিকেট ভেঙ্গে দেয়া। ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছে কোন পদক্ষেপ নেয়া হচ্ছে। না দ্রুত ব্যবস্থা নেয়া দরকার। তিনি শনিবার বিকাল ৪টায় উজিরপুর মহিলা কলেজ মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
উজিরপুর উপজেলা ওয়ার্কাস পার্টির উদ্যোগে আয়োজিত জনসভায় সভাপতিত্ব উপজেলা ওয়ার্কাস পার্টির সভাপতি ফায়জুল হক ফারাহীন বালীর সভাপতিত্ব করেন। আরো বক্তব্যে রাখেন বরিশাল জেলা ওয়াকার্স পাটির সভাপতি কমরেড নজরুল হক নীলু, সাধারন সম্পাদক শেখ মো. টিপু সুলতান, জহিরুল ইসলাম টুলু এইচ এম হারুন, উজিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল ,অতুলন দাস আলো, জাহিদ হোসেন খান ফারুক, আলমগীর হোসেন মৃধা প্রমূখ । মেনন আরো বলেন দ্রব্য মূল্য কমাতে হবে সিন্ডিকেট ভেঙ্গে দিতে হবে। সরকার যদি চায় যে কোন সময় সিন্ডিকেট ভেঙ্গে ফেলতে পারে। প্রান্তিক কৃষক দাম পাচ্ছে না আথচ মানুষ দ্রব্য মূল্য বৃদ্ধির কারনে দিশেহারা হয়ে পড়েছে।