৩১ অক্টোবর ইন্ট্রাকো কোম্পানীর ভোলার বেইজ ষ্টেশন ঘেরাও কর্মসূচি ঘোষনা ৩১ অক্টোবর ইন্ট্রাকো কোম্পানীর ভোলার বেইজ ষ্টেশন ঘেরাও কর্মসূচি ঘোষনা - ajkerparibartan.com
৩১ অক্টোবর ইন্ট্রাকো কোম্পানীর ভোলার বেইজ ষ্টেশন ঘেরাও কর্মসূচি ঘোষনা

4:03 pm , October 7, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ ভোলার গ্যাস দক্ষিনাঞ্চলের উন্নয়নে ব্যবহারের দাবিতে আগামী ৩১ অক্টোবর ইন্ট্রাকো কোম্পানীর ভোলার বেইজ ষ্টেশন ঘেরাও কর্মসূচি ঘোষনা করা হয়েছে। শনিবার নগরীর ফকিরবাড়ি রোডে বাসদ কার্যালয়ে ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলনের প্রতিনিধি সভায় এ কর্মসুচি ঘোষনা করা হয়। এ সভায় সভাপতিত্ব করেন ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহবায়কমোবাশ্বির উল্লাহ চৌধুরী। সভা পরিচালনা করেন ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলনের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী।
প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলনের ভোলা জেলা শাখার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ছিদ্দিকুর রহমান, বরিশাল জেলা শাখার আহবায়ক ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ মহানগর শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আজিজ খোকন, পটুয়াখালী জেলা শাখার আহবায়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) পটুয়াখালী জেলা শাখার সভাপতি কমরেড মোতালেব মোল্লা, বরগুনা জেলা শাখার আহবায়ক এডভোকেট আনিসুর রহমান, ঝালকাঠি জেলা শাখার আহবায়ক প্রশান্ত দাস হরি, গোপালগঞ্জ জেলা শাখার সংগঠক অধ্যক্ষ মোশায়েদ হোসেন ঢালি, ভোলা জেলা শাখার সদস্য সচিব এস এম বাহাউদ্দীন, বরিশাল জেলা শাখার সদস্য অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সভাপতি বিজন শিকদার, বাসদ উজিরপুর উপজেলার সংগঠক মঞ্জুর মোর্শেদ প্রমুখ।
বক্তারা বলেন , দক্ষিণাঞ্চলের উন্নয়নে ভোলার গ্যাস ২৮ বছরেও ব্যবহৃত হয়নি। অথচ ইন্ট্রাকো কোম্পানির সাথে চুক্তি করে সরকার এই গ্যাস অন্যত্র সরবরাহের পরিকল্পনা করেছে। দক্ষিণাঞ্চলকে বঞ্চিত করে গ্যাস অন্যত্র সরবরাহের এই অপচুক্তি বাতিলের দাবিতে ও ভোলার গ্যাস দক্ষিণাঞ্চলের উন্নয়নে ব্যবহারের দাবিতে আগামী ৩১শে অক্টোবর ভোলায় দক্ষিণাঞ্চলের ৯ জেলার অংশগ্রহণে সমাবেশ ও ইন্ট্রাকো বেজ স্টেশন ঘেরাও করার সিদ্ধান্ত সভায় গৃহীত হয়। বক্তারা আগামী ৩১শে অক্টোবর ইন্ট্রাকো ঘেরাও করার এই কর্মসূচি সফল করার জন্য দক্ষিণাঞ্চলের জনগণের প্রতি আহবান জানান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT