4:02 pm , October 7, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ সাগরদি শেরেবাংলা সড়কের বাইতুল আমান জামে মসজিদের দান বাক্স ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে। গত ১ অক্টোবর দিন গত গভীর রাত দুইটা থেকে তিনটার মধ্যে এই চুরির ঘটনা ঘটে। নারী-পুরুষ দুই চোর মসজিদের স্থায়ী একটি দান বাক্স ভেঙে আনুমানিক ৩০ হাজার টাকার মতো নিয়েছে বলে জানিয়েছেন বাইতুল আমান জামে মসজিদের কর্তৃপক্ষ। এই ঘটনায় ২ অক্টোবর কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। চুরির ঘটনা পার্শ্ববর্তী একটি ভবনের সিসিটিভি ক্যামেরায় ধারণ হলেও চোরদের এখনো শনাক্ত করা যায়নি। বাইতুল আমান জামে মসজিদ কমিটির সহ-সাধারণ সম্পাদক মো: মাহফুজ আহমেদ জানান, গত ১ অক্টোবর রাত ৯ টা পর্যন্ত মুসল্লীরা মসজিদের দান বাক্সটি অক্ষত অবস্থায় দেখে যান। পরদিন সকালে এসে সড়কের পাশের মসজিদে প্রবেশ পথের ডান পাশের স্থায়ী দান বাক্সটির তালা ভাঙা দেখতে পায়। চোর তালা ভেঙ্গে টাকা-পয়সা চুরি করেছে। মাহফুজ আহমেদ বলেন, গত তিন মাস মসজিদের এই দান বক্সটি খোলা হয়নি। বিগত দিনের অনুমানে দানবাক্সে প্রায় ত্রিশ হাজার টাকার মতো থাকার কথা। ঘটনার পর পাশের একটি ভবনের সিসি টিভি ক্যামেরা ফুটেজ পর্যবেক্ষণ করেন তারা। এ সময় দেখেন রাত দুইটা থেকে তিনটার মধ্যে এক নারী ও এক পুরুষ দান বাক্স ভেঙে টাকা চুরি করছে। তবে ফুটেজে তাদের মুখমন্ডল স্পষ্ট দেখা যায়নি। গত ১৫ দিন আগে মসজিদের মধ্য থেকে একটি দান বাক্সের টাকা চুরি করে বাক্সটি মসজিদের পেছনে ফেলে রেখে যাওয়া হয়েছিল। এ বিষয়ে তারা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছে মাহফুজ। পুলিশ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি।