মাদক বিক্রির অভিযোগে সাবেক সংরক্ষিত কাউন্সিলরসহ গ্রেফতার ৫ মাদক বিক্রির অভিযোগে সাবেক সংরক্ষিত কাউন্সিলরসহ গ্রেফতার ৫ - ajkerparibartan.com
মাদক বিক্রির অভিযোগে সাবেক সংরক্ষিত কাউন্সিলরসহ গ্রেফতার ৫

4:01 pm , October 6, 2023

ভা-ারিয়া প্রতিবেদক ॥ ভা-ারিয়া পৌরসভার ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সংরক্ষিত মহিলা কাউন্সিলর বেবি আক্তারকে মাদকসহ আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার দিনগত রাত ২ টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের পিছনে তার নিজ বাস ভবন থেকে ভান্ডারিয়া থানা পুলিশের একটি দল তাকে আটক করে। এসময় তার ছেলে রায়হান হাওলাদার (২০) সহ ৫ জনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে ৩৩ পিস ইয়াবা, ১০২ গ্রাম গাঁজা ও নগদ ৩২ হাজার ২০ টাকা উদ্ধার করা হয়েছে। থানা সূত্রে জানাযায়, পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের স্বাস্থ্য কমপ্লেক্সের পিছনে সাবেক সংরক্ষিত মহিলা কাউন্সিলর বেবি আক্তারের বাসায় মাদক বিক্রি হচ্ছে এমন  সংবাদের ভিত্তিতে রাত দুইটার দিকে ভান্ডারিয়া থানা পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় ঘটনাস্থল থেকে ৩৩ পিস ইয়াবা, ১০২ গ্রাম গাঁজা ও নগদ ৩২ হাজার টাকা উদ্ধার করে। ঘটনায় জড়িত থাকায় বেবি আক্তার (৪৫),  তার ছেলে রায়হান হাওলাদার (২০), সজিব সরদার (২২), রিয়াদ মাহমুদ রানা (৩২), ফিরোজ সিকদার (৫৫) কে আটক করে পুলিশ।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুজ্জামান জানান, এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT