3:40 pm , October 5, 2023
উজিরপুর প্রতিবেদক ॥ বরিশাল জেলার উজিরপুর উপজেলার হরতা ইউনিয়নের ঐতিহ্যবাহী হারতা বন্দরের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মৃধার নদীর তীরে সরকারি ডাকবাংলো সংলগ্ন অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলা হয়েছে। স্থাপনার মধ্যে একটি বহুতল ব্যবসা প্রতিষ্ঠান ছিলো । ৫ অক্টোবর বৃহস্পতিবার সকাল দশটার দিকে শুরু হওয়া অভিযান চলে প্রায় ৪ ঘন্টা সময় ধরে। এ অভিযান পরিচালনা করেন উজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এম ইসমাম। এ সময় উপস্থিত ছিলেন উজিপুর মডেল থানার এসআই তরুন কুমার হালদার, এ এস আই আল মামুন ও এ এস আই ইমদাদ । উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার জালাল উদ্দিন আহমেদ জানান, উপজেলার হারতা ইউনিয়নের ১৩ নং মৌজার ১ নং খতিয়ানের ১১৩২ নং দাগের নদীর জমি অবৈধ ভরাট করে সাবেক ইউপি চেয়ারম্যান একটি বহুতল ভবন নির্মাণ করেন । বিষয়টি স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা সহকারী কমিশনার নোটিশ প্রদান করলেও ক্ষমতার দাপটে স্থাপনা নির্মাণ করেন । বিষয়টি স্থানীয়রা জেলা প্রশাসকের কাছে অভিযোগ করলে জেলা প্রশাসক তদন্ত সাপেক্ষে গত ৯ জুলাই স্থাপনা উচ্ছেদের চূড়ান্ত নোটিশ প্রদান করেন। একই সাথে সাতদিনের মধ্যে তাদের স্থাপনা নিজ উদ্যোগ সরিয়ে নেয়ার নির্দেশ প্রদান করা হয়। কিন্তু সাবেক চেয়ারম্যান অব্দুল মন্নান কোন পদক্ষেপ না নিলে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মৃধা সাংবাদিকদের বলেন, ১১৩২ নং দাগের ৪ শতাংশ জমি আমি রেকর্ডীয় মালিকদের কাছ থেকে ক্রয় করি। সহকারী কমিশনার আমাকে নোটিশ প্রদান করলে আমি বিভাগীয় কমিশনারের কাছে আপিল করি এবং বিভাগীয় কমিশনার আগামী ৯ অক্টোবর আপিলের শুনানির দিন ধার্য্য করেন। কিন্তু আপিলের বিষয়টি সহকারী কমিশনারকে জানানো হলেও তিনি তা মানেন ন। উচ্ছেদ অভিযানের বিষয়ে সহকারী কমিশনার কে এম ইসমাম বলেন, সরকারি সম্পত্তি অবৈধ দখলদারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। সে যত বড় প্রভাবশালী হোক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তীতে কেউ সরকারি জমি দখল করে ভবন নির্মাণ করলে তার বিরুদ্ধে ফৌজদারী মামলা সহ আর্থিক জরিমানা করা হবে। উল্লেখ্য কয়েকদিন আগে একই এলাকায় আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলামের দখলে থাকা সরকারি জমিতে নির্মান করা বিলাসবহু বাসভবন উচ্ছেদ করা হয়।