3:35 pm , October 5, 2023

খবর বিজ্ঞপ্তির ॥ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা, নকশা ও গবেষনা) পদে যোগদান করেছেন প্রকৌশলী একেএম তাহমিদুল ইসলাম। গত বুধবার তিনি এ পদে যোগদান করেন। এরআগে তিনি কেন্দ্রীয় অঞ্চল,ঢাকা ও খুলনা জোনের প্রধান প্রকৌশলী ছিলেন। তিনি বুয়েট থেকে ১৯৮৯ সালে প্রথম শ্রেনীতে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। ১৯৯৩ সালে পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী (পুর) পদে যোগদান করেন। পানি উন্নয়ন বোর্ডে দীর্ঘ ৩০ বছরের কর্মজীবনে তিনি পরিকল্পনা, নকশা, উদ্ভাবন, তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন। তিনি অষ্ট্রেলিয়া, ইংল্যান্ড, জামানী ও ইতালীসহ বিভিন্ন দেশে আন্তর্জাতিক সেমিনারে অংশ নিয়েছেন। তিনি আইইবির আজীবন সদস্য।