বরিশাল-৩ আসনে নৌকার টিকিট চান সমাজসেবক আতিক বরিশাল-৩ আসনে নৌকার টিকিট চান সমাজসেবক আতিক - ajkerparibartan.com
বরিশাল-৩ আসনে নৌকার টিকিট চান সমাজসেবক আতিক

3:49 pm , October 4, 2023

বাবুগঞ্জ প্রতিবেদক ॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক ও বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ আতিকুর রহমান আতিক। নির্বাচনকে কেন্দ্র করে ভোটের মাঠে সরব তিনি। যোগাযোগ রাখছেন দলের বিভিন্ন পর্যায়ে। মনোনয়ন পেলেই জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি। সরেজমিনে বাবুগঞ্জ-মুলাদীর বিভিন্ন এলাকা ঘুরে জানা যায়, বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনটি এক সময় বিএনপির দুর্গ হিসেবে পরিচিত ছিলো। তবে টানা ৩ মেয়াদে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকায় দেশের উন্নয়ন অগ্রগতিতে এ আসনটি আওয়ামী লীগ অতীতের চেয়ে সুসংগঠিত।
ইতিমধ্যেই এখানে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। কার ইমেজ ভাল, কে জনবান্ধব, কে ইতিপূর্বে এলাকার উন্নয়নে কতটুকু ভূমিকা রেখেছেন বা রাখতে পারবেন, আগামীতে কে নির্বাচিত হলে এলাকার উন্নয়ন বেশি হবে তা নিয়ে চলছে ভোটারদের মাঝে চুলছেড়া বিশ্লেষন। সাধারণ ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকদের এমন ভাবনার মাঝে বরিশাল-৩ আসনে নৌকার মনোনয়ন চান বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আতিকুর রহমান আতিক।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী হিসেবে আতিকুর রহমান আতিক প্রচার-প্রচারণায় এগিয়ে রয়েছেন। দীর্ঘ দিন ধরে তিনি নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন। বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে প্রথম আলোচনায় আসেন তিনি। সাধারণ মানুষের সাথে নিবিড় সম্পর্ক স্থাপন করে তাদের সমস্যা সমাধানের যথাসাধ্য চেষ্টা করছেন তিনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক ইতিমধ্যেই নিজ নির্বাচনী এলাকা বাবুগঞ্জ-মুলাদীর মানুষের সাথে মতবিনিময় শুরু করেছেন। প্রতিনিয়তই ছুটছেন নির্বাচনী এলাকায়।
জনগণের পাশে থাকার মানসিকতা নিয়ে প্রতিটি সভা-সমাবেশে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ^াসী এই মানুষটি তুলে ধরছেন বর্তমান সরকারে উন্নয়নমূলক কর্মকান্ড ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা ইতিবাচক কাজের ফিরিস্তি।
আতিকুর রহমান জানান, স্বাধীনতা পরবর্তী বরিশাল-৩ আসনে আওয়ামী লীগের কোন ব্যক্তি নৌকার মনোনয়ন পাননি। জোটভুক্ত নির্বাচনের কারণে জাতীয় পার্টি কিংবা ওয়ার্কার্স পার্টির মাঝে এ আসনটি হাত ছাড়া হয়ে যেত । ফলে কাঙ্খিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে এখানকার জনগণ। এ আসনের দুই লক্ষাধিক ভোটারের দাবী অনুযায়ী এ আসনের প্রকৃত নৌকার মাঝিকে নৌকার মনোনয় দেওয়া হোক।
খোঁজ নিয়ে জানাগেছে, বাবুগঞ্জ-মুলাদী উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত জনপদের উন্নয়নে ব্যাপক অবদান রেখেছেন আতিকুর রহমান। উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, মুলাদী-বাবুগঞ্জের বিভিন্ন ইউনিয়নে প্রায় ৪৫ কিলোমিটার রাস্তা নির্মাণ, বাবুগঞ্জে নদী ভাঙ্গন প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ, ভাঙন কবলিত মানুষকে আর্থিক সহায়তা, মুলাদী-বাবুগঞ্জে বহু মসজিদ মাদ্রাসা, স্কুল-কলেজের একাডেমিক ভবন নির্মাণ, ভবনের বর্ধিতকরণ, বাবুগঞ্জের আবুল কালাম ডিগ্রি কলেজে ছাত্রাবাস নির্মাণ, কবি আবু জাফর ওবায়দুল্লাহ পাঠাগার নির্মাণ, নিজ ইউনিয়ন দেহেরগতির পৈত্রিক জমিতে গরীব এবং অসহায় মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করণের লক্ষ্যে ১০ শয্যার বিশিষ্ট মা ও শিশু হাসপাতাল এবং একটি দ্বিতল কমিউনিটি সেন্টার স্থাপন করেছি। রাস্তা-ঘাট উন্নয়নের জন্য বন ও পরিবেশ মন্ত্রণালয়ের জলবায়ু প্রকল্প থেকে ৪ কোটি টাকা বরাদ্দের ব্যবস্থাও করে দিয়েছেন তিনি।
আতিকুর রহমান বলেন, জনসেবা করতে চেয়াম্যান, এমপি কিংবা মন্ত্রী হওয়া লাগেনা। মানব সেবায় দরকার সুন্দর ও সৃষ্টিশীল একটি মনের। একজন ব্যক্তির সদিচ্ছাই পারে সমাজ সেবায় অবদান রাখতে। আমি স্থানীয় সরকারের সকল নির্বাচনে নৌকা মার্কার পক্ষে নিরলসভাবে রাতদিন কাজ করেছি। এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি নৌকার মনোনয়নের ব্যাপারে আশাবাদী। আমি মনোনয়ন পেলে বরিশাল-৩ আসনের যোগাযোগ ব্যবস্থা উন্নত ও আধুনীকিকরণ করবো, মাদক, সন্ত্রাস, সর্বহারাদের আধিপত্য ও দখলদারিত্ব মুক্ত করে সুষ্ঠু সমাজ ব্যবস্থা গড়ে তুলবো।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT