দিনভর বৃষ্টিতে গৃহবন্দী মানুষ বেশিরভাগ রাস্তায় হাটুপানি দিনভর বৃষ্টিতে গৃহবন্দী মানুষ বেশিরভাগ রাস্তায় হাটুপানি - ajkerparibartan.com
দিনভর বৃষ্টিতে গৃহবন্দী মানুষ বেশিরভাগ রাস্তায় হাটুপানি

3:48 pm , October 4, 2023

বিশেষ প্রতিবেদক ॥ গত দুদিনের টানা বৃষ্টিতে বরিশাল নগরীর জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। বুধবার সকাল থেকেই মুষলধারায় বৃষ্টি চলছে। এতে করে বেশিরভাগ মানুষ গৃহবন্দী হয়ে পরেছেন। নগরীর অধিকাংশ রাস্তায় হাটুপানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বরিশালসহ সারাদেশে গত সোমবার মধ্যরাত থেকেই বৃষ্টি ও ঝড় বাতাস বইতে শুরু করেছে। মঙ্গলবার সকাল থেকে টানা বৃষ্টি দুপুরের পর বন্ধ হলেও রাত দশটার পর পুনরায় শুরু হয়। আবহাওয়া অফিস থেকে জানিয়েছে এ বৃষ্টিপাত আরো দুদিন চলবে। ইতিমধ্যে বরিশালে বুধবার সন্ধ্যা পর্যন্ত বৃষ্টিপাত গতদিনের রেকর্ড ভঙ্গ করেছে। বাতাসের গতিবেগ ২৪ কিলোমিটার।
নগরীতে বৃষ্টির কারণে অফিসগামী মানুষ ও স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের চরম ভোগান্তি তৈরি হয়েছে। অনেকেই ভেজা কাক হয়ে বাসায় ফিরে এসেছেন। বেড়েছে রিক্সা ও ইজিবাইক ভাড়া। বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টির কারণে সিএনজি চালিত যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে অটোরিকশা ও ইজিবাইক ইচ্ছেমত ভাড়ায় যাত্রী বহন করছে। এসব চালকরাও ভিজে ভিজে রিক্সা চালাচ্ছেন। তবে অতি জরুরী প্রয়োজন ছাড়া সাধারণ খেটে-খাওয়া মানুষের আনাগোনা অনেক কম পরিলক্ষিত হচ্ছে। এমনকি বরিশালের জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম এর বুধবারের নিয়মিত গণশুনানিতে সাধারণ মানুষের উপস্থিতি কম ছিলো বলে জানালেন প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ। তিনি জানান, বৃষ্টির কারণে গণশুনানিতে অংশগ্রহণ মানুষের সংখ্যা কম হলেও আজ জেলা প্রশাসক জিহাদ নামের একজন শারীরিক প্রতিবন্ধী মেয়ের জন্য টয়লেট সিস্টেম হুইলচেয়ার ব্যবস্থা করে দিয়েছেন। জেলা সমাজসেবা দপ্তর থেকে এটি তাকে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি।
এদিকে বৃষ্টির কারণে শ্রমিক শ্রেণির মানুষের দুর্ভোগ বেড়েছে। কোনো কাজ করতে না পারায় ঘরে খাবারের জোগান নিয়ে সমস্যা তৈরি হয়েছে বলে জানালেন কয়েকজন ঠেলাগাড়ি, ভ্যান ও নৌকাচালক। বৃষ্টির মধ্যেও তারা আশা নিয়ে বসে আসেন নগরীর পোর্ট রোড বাজারের চা দোকানে।
ইতিমধ্যেই কালু শাহ সড়ক, বটতলা নবগ্রাম রোড, অক্সফোর্ড মিশন রোডসহ রূপাতলী ও কাউনিয়া হাউজিং এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। খালগুলো উপচে ময়লা নোংরা পানি প্রবেশ করতে শুরু করেছে বাড়িঘরের ভিতর।নগরীর ১৩ নং ওয়ার্ড দক্ষিণ আলেকান্দার সিকদার পাড়া ও খান সড়কের খালপাড় সংলগ্ন প্রায় ১০/১২টি বাড়িঘরের উঠোনে ও সড়কে পানি ওঠার কারণে তাদের হাঁটুপানি ভেঙে জরুরী প্রয়োজন ছাড়তে হচ্ছে বলে জানালেন বাসিন্দারা। সিকদার পাড়া প্রথম লেন মসজিদের পিছনের এক বাড়ির বাসিন্দা মুদি দোকানের ব্যবসায়ী নশু বলেন, তার বাড়ির চারপাশেই হাটুপানি থাকায় তিনি গৃহবন্দী হয়ে পরেছেন। ময়লা নোংরা পানি ঠেলে নিজে কোনোভাবে দোকানে এসেছেন। কিন্তু বউ-বাচ্চাদের ঘর থেকে বের হতে নিষেধ করেছেন। কিন্তু বড় মেয়েটির স্কুল খোলা, সে গতদিন বৃষ্টিতে ভিজে এখন ঠান্ডা জ্বরে আক্রান্ত হয়ে পরে আছে। বৃষ্টির কারণে নগরীতে ঠা-া জ্বরে আক্রান্তের সংখ্যা বেড়েছে বলে জানালেন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার আল মামুন। তিনি বলেন, গত দুদিনের টানা বৃষ্টিতে ভিজে নগরী শুধু নয়, জেলার বেশিরভাগ নারী-পরুষ ঠান্ডা জ্বরে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে শিশুদের সংখ্যাই বেশি।বরিশাল আবহাওয়া অফিস থেকে কর্মকর্তা বশির আহমেদ জানান, গত মঙ্গলবার বরিশালে ৫৬ মিলিমিটার এবং বুধবার সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত ৩০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT